বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অবাক করা তথ্য সামনে এল। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতেই বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসরের (Dinosaurs) অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। সম্প্রতি নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। শুধু তাই নয়, গবেষকরা ইতিমধ্যেই মধ্য ভারতের নর্মদা উপত্যকায় মোট ২৫৬ টি জীবাশ্ম ডিম সমেত ৯২ টি বাসার আবিষ্কার করেছেন বলে জানা গিয়েছে।
মূলত, মধ্য ভারতের প্যালিওন্টোলজিস্টরা বিশালাকার উদ্ভিদভোজী টাইটানোসরের (Titanosaurus) কলোনি আবিষ্কার করেছেন। সেখানে ডাইনোসরের ৯২ টি বাসা এবং ২৫৬ টি ডিম সহ একটি ডাইনোসর প্রজাতির জীবাশ্মর সন্ধান পাওয়া গেছে। মধ্যপ্রদেশের নর্মদা অঞ্চলে চলমান গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
ইতিমধ্যেই PLOS ONE জার্নালে প্রকাশিত এই আবিষ্কারটি ভারতীয় উপমহাদেশে টাইটানোসরদের জীবন সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মধ্য ভারতের নর্মদা উপত্যকায় অবস্থিত ল্যামেটা ফর্মেশনটি ক্রিটেসিয়াস যুগের শেষের দিকের ডাইনোসরের কঙ্কাল এবং ডিমের জীবাশ্মের জন্য বিখ্যাত। গবেষকদের মতে যা প্রায় ১৪৫ থেকে ৬৬ মিলিয়ন বছর আগে বিদ্যমান ছিল। এই বাসাগুলির বিশদ পরীক্ষার মাধ্যমে ওই ডাইনোসরদের জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এবং তাঁদের সহকর্মীদের অনুমতি দেওয়া হয়েছে।
এমতাবস্থায়, বাসাগুলির বিন্যাসের উপর ভিত্তি করে, দলটি অনুমান করছে যে, এই ডাইনোসরগুলি বর্তমান যুগের কুমিরের মতো অগভীর গর্তে তাদের ডিমগুলি রেখেছিল। গবেষকরা জানিয়েছেন, এই বাসাগুলি খুব কাছাকাছি তৈরি ছিল। সেগুলির ডিম প্রায় ১৫ সেমি থেকে ১৭ সেমি ব্যাসের মধ্যে রয়েছে। যা থেকে অনুমান করা হচ্ছে টাইটানোসরাসের একাধিক প্রজাতি থাকতে পারে। গবেষকরা বিশ্বাস করেন, এই নতুন আবিষ্কার জীবাশ্ম ইতিহাসে সবচেয়ে বড় ডাইনোসর সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে।