খোলামেলা পোশাকে ফটোশুট ‘ঝিলিক’এর, মুহূর্তে ভাইরাল ছবি

বাংলাহান্ট ডেস্ক: তিথি বসু নামটা বললে হয়তো অনেকে এক বারে চিনবেন না। কারন তাঁর নিজের নাম দিয়ে তাঁকে চেনেন এমন মানুষ খুব কমই আছেন। তিনি বেশি পরিচিত তাঁর অনস্ক্রিন নামে। ‘ঝিলিক’ নামটা বললে চিনতে পারবেন না এমন প্রায় কেউই নেই। জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘মা’তে ছোট্ট মেয়ে ঝিলিকের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তিথি বাসুকে। দর্শকদের প্রচুর ভালবাসা ও জনপ্রিয়তায় দীর্ঘদিন ধরে চলেছিল ধারাবাহিকটি। এটি বাংলা টেলিজগতের অন্যতম সফল ও দীর্ঘদিন ধরে চলা ধারাবাহিক।

80730491 2215005292139733 4886427007331603 n

সোশ্যাল মিডিয়ায় এখন বেশ সক্রিয় থাকেন তিথি। মাঝে মাঝেই নানা ছবি, ভিডিও শেয়ার করেন তিনি। এখনকার তিথিকে দেখলে আগের তিথির সঙ্গে মেলাতে বেশ বেগ পেতে হবে। সম্প্রতি আরও কিছু ছবি শেয়ার করেছেন তিনি। সেখানেও তাঁকে দেখা গিয়েছে ওয়েস্টার্ন পোশাকে। খোলামেলা পোশাকে ফটোশুটে তিথিকে দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। তিথির পোস্টে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তারা। অনেকেই বলছেন, একেবারেই চেনা যাচ্ছে না তিথিকে।

https://www.instagram.com/p/B827E0zgDyI/?utm_source=ig_embed

মা ধারাবাহিকের দৌলতেই লাইমলাইটে আসে তিথি। ওই ছোট বয়সে তার তুখোড় অভিনয় মন কেড়েছিল সকলেরই। তারপরেও আরও ধারাবাহিকে অভিনয় করলেও মা-এর মতো দাগ কাটতে সক্ষম হননি। তবে সম্প্রতি ফের সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিথি। এখন টিনএজে প্রবেশ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ের দিকেও ঝোঁক হয়েছে তাঁর।

https://www.instagram.com/p/B86nyPhA8Iz/

ভবিষ্যতে যে তিথি বেশ বড়মাপের একজন অভিনেত্রী হবেন সেই আভাসও পেয়ে গিয়েছে নেটজনতা। প্রসঙ্গত, এর আগেও বাংলা ছবিতে কাজ করেছেন তিথি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে  ‘বন্ধু’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর