টেলিপাড়ার নতুন শ্রীদেবী! ‘হাওয়া হাওয়াই’ গানে তিয়াশার নাচ দেখে প্রতিক্রিয়া নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ায় জনপ্রিয়তা ধরে রাখতে বেশ ভালোই জানেন তিয়াশা রায় (tiyasha roy)। তিনি নাকি ইনস্টাগ্রামে খুব কম সক্রিয় থাকেন। তবে যখনি কোনো নতুন ভিডিও শেয়ার করেন সেটা ভাইরাল হবেই হবে। এই যেমন দিন কয়েক আগে ‘কাঁচা বাদাম’এ তালে নেচেছিলেন পর্দার ‘কৃষ্ণকলি’। সেই ভিডিও দেখেছে প্রায় দশ লক্ষ মানুষ!

কৃতজ্ঞতায় আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছেন তিয়াশা। ‘মিস্টার ইন্ডিয়া’ ছবি থেকে শ্রীদেবীর (sridevi) ক্লাসিক গান ‘হাওয়া হাওয়াই’তে (hawa hawai) নেচেছেন তিনি। কিছুদিন আগেই ‘দিদি নাম্বার ওয়ান’এ খেলতে এসেছিল তিয়াশা সহ কৃষ্ণকলির গোটা টিম। নীল গাউনে সেজে খেলার ফাঁকেই টুক করে একটা রিল ভিডিও বানিয়ে নিয়েছেন তিয়াশা।

IMG 20220127 160656
ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘স্বর্গীয় শ্রীদেবী জির প্রতি একটা ছোট শ্রদ্ধার্ঘ। হাওয়া হাওয়াই লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছিল’। অনুরাগীদের একাংশের তিয়াশার প্রতি অভিযোগ ছিল, তিনি অনেকদিন বাদে বাদে পোস্ট করেন সোশ‍্যাল মিডিয়ায়। তাই এখন আর ভক্তদের কোনো রকম অভিযোগ করার সুযোগই দিচ্ছেন না তিয়াশা। পরপর দু দুটো রিল ভিডিও এনে হাজির করেছেন তিনি। খুশি নেটিজেনরাও। একজন তো বলেই দিলেন, তিয়াশাকে অনেকটা শ্রীদেবীর মতো লাগছে।

https://www.instagram.com/reel/CZKK7sGAPOm/?utm_medium=copy_link

কিছুদিন আগে ছেলে, মেয়ে, জামাই সবাইকে নিয়ে দিদি নাম্বার ওয়ান খেলতে এসেছিলেন কৃষ্ণকলি। সদ‍্য শেষ হয়েছে চার বছর ধরে চলা এই সিরিয়াল। রচনার সঙ্গে খেলতে এসে টিমের সদস‍্যদের গোপন কথা ফাঁস করে দেন তিয়াশা। মজা করে তিনি জানান, সিরিয়ালের শুরুতে সকলকে তিনি অনুরোধ করেছিলেন যে আশীর্বাদ করতে যেন ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে থাকতে পারেন। কিন্তু সবাই এত আশীর্বাদ করেছে যে তিনি নাতিরও মুখ দেখে ফেলেছেন।

এই মুহূর্তে জি বাংলার ‘রান্নাঘর’ এর সঞ্চালনা সামলাচ্ছেন তিয়াশা। তবে শোনা যাচ্ছে, কিছুদিনের জন‍্যই এই বিশেষ পর্বগুলি দেখা যাবে। কারণ করোনা মুক্ত হয়ে ইতিমধ‍্যেই শুটিং শুরু করে দিয়েছেন সুদীপা চট্টোপাধ‍্যায়। সোশ‍্যাল মিডিয়ায় নিজেই সেই খবর জানিয়েছিলেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর