বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট পূর্বে গতকাল জনসংযোগ কর্মসূচী নিয়ে মুর্শিদাবাদে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে রানিনগরের মাটিতে দাঁড়িয়ে সাগরদিঘির (Sagardighi) সদ্য নির্বাচিত কংগ্রেস বিধায়ক (Congress MLA) বায়রন বিশ্বাসকে (Bayron Biswas) পরামর্শ দিলেন তৃণমূলের নম্বর টু। কাজ করতে কোনো রকম সমস্যা হলে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার কথা বললেন অভিষেক।
‘অসুবিধা হলে মুখ্যমন্ত্রীর দরজা খোলা’, আর কী বললেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো? অভিষেক বলেন, “সাগরদিঘিতে কংগ্রেসে এমএলএ জিতেছেন। আমি অনুরোধ করব যাতে আগামীদিনে যাতে সাগরদিঘি উন্নয়ন হয় তা তিনি যেন দেখেন। যদি কাজে কোনও অসুবিধা বা অসহযোগিতা হয় তাহলে বিধানসভায় তিনি যান মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। কেউ বারণ করছে না।”
অভিষেকের এই মন্তব্যের প্রশংসাও উঠেছে রাজনৈতিক মহলে। ওদিকে তৃণমূল সেকেন্ড ইন কমান্ডোর পরামর্শের পর তার প্রতিক্রিয়া দিয়েছেন বায়রন। তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এই কথা শুনে খুবই ভাল লাগলো। বেশ নিরপেক্ষভাবেই উনি কথাটি বললেন। আমি অবশ্যই যাব।”
প্রসঙ্গত, কিছুদিন আগে শাসকদল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে সাগরদিঘিতে জয়লাভ করেছে কংগ্রেস। তার পর থেকেই অবশ্য রাজনৈতিক বিতর্ক অব্যাহত। সম্প্রতি সেই জায়গা থেকেই অভিযোগ ওঠে ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই নাকি সেখানে আর আসছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসছে না।
এই অভিযোগ নিয়েও বেশ জলঘোলা হয়। যদিও বিরোধীদের সেই অভিযোগ মানতে নারাজ শাসকদল। এই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, “অভিযোগ ভুল, কোনো টেকনিকাল কারণে হয়তো টাকা যায় নি, তবে খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডারের সেই টাকা পৌঁছে যাবে।” এই অবহেই অভিষেকর এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।