চাপে নতি স্বীকার! চারটি কেন্দ্রে প্রার্থী বদল করল তৃণমূল

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বিধানসভা নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে, ততই টিকিট বণ্টন নিয়ে দলের অন্দরে বিরোধিতার সুর তীব্র হচ্ছে। একদিকে যেমন বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর কর্মীদের ক্ষোভের মুখে পড়েছে, তেমনই তৃণমূল কংগ্রেসের টিকিট বণ্টন নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে। আর দলের নেতা কর্মীদের ক্ষোভের কাছে নতি স্বীকার করে চারটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদল করল তৃণমূল।

তৃণমূল কংগ্রেসের নদিয়া জেলার কল্যাণী বিধানসভা, উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর বিধানসভা কেন্দ্র, আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র আর বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে নিজেদের প্রার্থী বদল করেছে। তৃণমূলের তরফ থেকে জারি বয়ানে বলা হয়েছে যে, কল্যাণী আসন থেকে অনিরুদ্ধ বিশ্বাস, উত্তর ২৪ পরগনা জেলা থেকে নারায়ণ গোস্বামী আর আমডাঙ্গা বিধানসভা আসনে রফীকুর রহমানকে প্রার্থী করা হয়েছে। এবং বীরভূমের দুবরাজপুর আসন থেকে দেবব্রত সাহাকে প্রার্থী করা হয়েছে। বলে রাখি, এর আগে কল্যাণী থেকে রমেন্দ্র নাথ বিশ্বাস, আমডাঙ্গা থেকে মুস্তাক মোরতাজা, অশোকনগর থেকে ধিমান রায় এবং দুবরাজপুর থেকে প্রার্থী করা হয়েছিল অসীমা ধীবরকে।

tmc flags

উল্লেখ্য, রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস ২৯১টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। টিকিট বন্টনে নতুন মুখ আনা হয়েছে এবং অনেক তারকাকেও টিকিট দেওয়া হয়েছে। এছাড়াও অনেক মহিলাদেরও প্রার্থী করা হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, এবার আমরা যুব সম্প্রদায় এবং মহিলা প্রার্থীদের নিয়ে বেশি গুরুত্ব দিয়েছি।

এছাড়াও এবার তৃণমূলের ২৬ জনের মতো বিধায়কের টিকিট কাটা হয়েছে। তৃণমূলের প্রার্থী তালিকায় ৫০ জন মহিলা, ৪২ জন মুসলিম, ৭৯ জন তফসিলি, ১৭ জন তফসিলি জনজাতিদের প্রার্থী করা হয়েছে। লাগাতার তৃতীয়বার ক্ষমতায় ফেরার দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে, একুশের নির্বাচনেও তাঁরা সহজেই জয়লাভ করবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর