ফের রক্তাক্ত মুর্শিদাবাদ! বোমাবাজির জেরে হাত-পা উড়ল কংগ্রেস কর্মীর, আহত TMC সমর্থকও

বাংলা হান্ট ডেস্কঃ রাজনৈতিক হিংসার জেরে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ (Murshidabad)। পঞ্চায়েত ভোট শেষ, তবে লাগাম পড়ছেনা হিংসা-অশান্তির ঘটনায়। প্রায় রোজই উঠে আসছে একই চিত্র। এরই মধ্যে রবিবার রাতে কংগ্রেস (Congress) ও তৃণমূল (TMC) সমর্থকদের মধ্যে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল রানিনগরের ডেপুটিপাড়া। বিস্ফোরণের জেরে হাত-পা উড়ল কংগ্রেস কর্মীর। আহত আরও ১।

ঘটনা ঘিরে শুরু হয়ে গিয়েছে কাদা ছোড়াছুড়ি। কংগ্রেসের অভিযোগ, এর পেছনে হাত রয়েছে তৃণমূলের। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, কংগ্রেসই বোমাবাজি করেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছে রেন্টু শেখ নামে এক কংগ্রেস কর্মী। সূত্রের খবর, রেন্টু শেখ বোমা নিয়ে দৌড়নোর সময় তা ফেটে জখম হয়েছেন।

অন্যদিকে আহত হয়েছেন আততারি মণ্ডল নামের এক তৃণমূল কর্মীও। তৃণমূলের অভিযোগ কংগ্রেসের বোমাবাজির জেরেই তাদের কর্মী জখম হয়েছে। দুজনকেই প্রথমে রানিনগরের (Raninagar) গোধনপাড়া ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাতে জখমদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেছে।

এর মধ্যে তার মধ্যে কংগ্রেস কর্মীর অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে এদিন কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। রেন্টু শেখের পরিবারের অভিযোগ, ভোটে ওই এলাকায় কংগ্রেস-সিপিএম জোট প্রার্থী জয়লাভ করার পর থেকেই বাড়ির সামনে তৃণমূল কর্মীদের আনাগোনা বেড়েছে। গতকাল রাতের বেলায় হঠাৎই তাদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে ও গুলি চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। তাতেই গুরুতর জখম হয়েছে রেন্টু শেখ।

tmc congress

অন্যদিকে, রানিনগর ২ ব্লক তৃণমূল সভাপতি শাহ আলম সরকারের বক্তব্য, ” কংগ্রেসের ওই সব বাড়ির লোকজন ভোটে জেতার পর থেকেই তৃণমূলের লোকেদের লক্ষ্য করে গালমন্দ করে। কালকেও করেছে। তার প্রতিবাদ করলে রেন্টু শেখের ভাইপো প্রথমে আমাদের কর্মীদের লক্ষ্য করে বোমা মারে। তাতেই আততারী মণ্ডল জখম হয়। ওই সময় আবার বোমা নিয়ে দৌড়তে গিয়ে পড়ে যায় রেন্টু। তখনই তার নিজের পায়ে বোমা ফেটে যায়।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর