‘কাউকে ভোট দিতে দেবেন না’! বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে ধমক শ্রীতমার! তারপর যা হল… তোলপাড়!

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার বহু মানুষের কাছে এখনও তাঁর পরিচিতি ‘ঝিলিক’ নামে। ‘মা’ সিরিয়ালের দৌলতে বাংলার প্রায় প্রত্যেক সিরিয়ালপ্রেমী মানুষের মন জয় করে নিয়েছিলেন শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharjee)। এখন অবশ্য শুধু অভিনেত্রী নন, তিনি নেত্রীও। কামারহাটি পুরসভার ২৮ নং ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলর শ্রীতমা। শনিবার, ভোটের দিন সকাল থেকে পাকা রাজনীতিকের মতো নানান বুথে ঘুরতে দেখা গেল তাঁকে।

আজ রাজ্যে সপ্তম তথা শেষ দফার ভোট হল। সম্পন্ন হল চব্বিশের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ভোটগ্রহণ পর্ব। এদিন সকাল থেকেই নানান রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা ময়দানে নেমে পড়েছিলেন। বাদ যাননি শ্রীতমাও। আজ যেমন সোজা একটি বুথে ঢুকে পড়তে দেখা যায় তাঁকে। এরপর প্রিসাইডিং অফিসারকে (Presiding Officer) বলেন, ‘এখন কাউকে ভোট দিতে দেবেন না’।

   

TMC কাউন্সিলর বলেন, ‘আগে অফিসাররা এসে এখানকার আলো ঠিক করবেন, এরপর ফের ভোট শুরু হবে। এখন আর কেউ ভোট দেবেন না’। বুথ থেকে বেরিয়ে ‘আসল ব্যাপার’ জানান শ্রীতমা। তিনি বলেন, আসলে ওই বুথে EVM-এর ওপর ঠিকভাবে আলো পড়ছে না। যে কারণে প্রবীণ ভোটারদের প্রার্থীর নাম কিংবা দলীয় প্রতীক দেখতে সমস্যা হচ্ছে। সেই জন্য আলো ঠিক করে দেওয়ার অনুরোধ জানান তিনি।

আরও পড়ুনঃ বরানগরে ভুয়ো ভোটার ধরলেন BJP প্রার্থী, মাথা ফাটল সজল সঙ্গীর! ভোটের দিন তুলকালাম কাণ্ড

এদিকে বেলা গড়াতে থাকলেও ওই বুথের আলো ঠিক না হওয়ায় সোজা গিয়ে প্রিসাইডিং অফিসারকে ভোট প্রক্রিয়া থামাতে বলেন শ্রীতমা। ঘটনাটি ঘটেছে কামারহাটি বিধানসভার ২৯ নং বুথে। স্থানীয় কাউন্সিলর বলার পর, কিছুক্ষণ ভোট প্রক্রিয়া বন্ধ থাকে। এরপর আলো ঠিক হওয়ার পর ফের ভোটগ্রহণ পর্ব শুরু হয়।

Sritama Bhattacharjee TMC Councilor

উল্লেখ্য, ২০২১ বিধানসভা ভোটের আগে তৃণমূল শিবিরে নাম লেখান শ্রীতমা। এরপর গত পুরসভা ভোটে তৃণমূলের টিকিটেই প্রার্থী হন। প্রথমবার ভোট ময়দানে নেমেই জয়ের স্বাদ পান বাংলা বিনোদন জগতের এই জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে রাজনীতি এবং অভিনয়, দুই কাজই সমানভাবে সামলাচ্ছেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর