বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে থেকেই তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে। এমনকি তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেও সেই ক্ষোভ অব্যাহত ছিল। আর এই ক্ষোভের জেরে একাধিক দাপুটে তৃণমূল নেতা দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। দলত্যাগী হয়েছেন কয়েক হাজার কর্মীও। নির্বাচনে টিকিট না পেয়ে দল ছেড়েছেন শাসক দলের বিধায়ক এবং মন্ত্রীরা।
আর এবার এই ভোটের মধ্যেও তৃণমূলের নেতাদের মধ্যে বিক্ষোভের সুর শোনা যাচ্ছে। ২৬ এপ্রিল সপ্তম দফার নির্বাচন রাজ্যে। আর তাঁর আগেই দলীয় প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেললেন দাপুটে তৃণমূল নেতা। রানীনগরের তৃণমূল প্রার্থী সৌমিক হোসেনের বিরুদ্ধে মন্তব্য করে দলের রোষের মুখে পড়তে হল আমিনুল হাসানকে।
তৃণমূলের ব্লক সভাপতি তথা দাপুটে নেতা আমিনুল হাসানকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য করায় দল থেকে বহিষ্কারও করা হয়েছে। এই ঘটনার কড়া পতিক্রিয়া দিয়েছে মুর্শিদাবাদ জেলার কংগ্রেস নেতৃত্ব। তাঁরা জানিয়েছে, তৃণমূল এভাবেই দলের বিরুদ্ধে কাজ করলে নেতাদের বহিষ্কার করে। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে, প্রতিবাদকে দমিয়ে দেওয়াই তৃণমূলের সংস্কৃতি এটা নতুন কিছু নয়।