তৃণমূলের গোষ্ঠীকোন্দলে ধুন্ধুমার! সংঘর্ষে মাথা ফাটল এক তৃণমূল কর্মীর

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় পঞ্চায়েত ভোট (Panchayat Vote) যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক দলের অন্দরের দ্বন্দ্ব। দিক দিক থেকে লাগাতার প্রকাশ্যে আসছে গোষ্ঠীকোন্দলের খবর। সেই ধারাই বজায় রেখে ভোট পূর্বে ফের গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার অবস্থা পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) খাগড়াগড় (Khagragarh) এলাকায়। জানা গিয়েছে ঘটনায় গুরুতর জখম শাসকদলের চার পঞ্চায়েত সদস্য (Panchayat Member)।

ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় হঠাৎই শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য। সকলেই বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আহত এক পঞ্চায়েত সদস্য শেখ ফিরোজের অভিযোগ, এদিন এলাকার দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায়, মারধর করে। ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

অন্যদিকে আরেক তৃণমূল নেতা আহমেদ আলি মণ্ডলের পাল্টা অভিযোগ, শেখ ফিরোজ এলাকায় কোনও উন্নয়ণমূলক কাজ করেন না। কিন্তু তাঁরা জনগণের স্বার্থে উন্ননমূলক কাজ করায় এলাকার তৃণমূল কর্মী তাদের দলের শেখ ইনসানের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এরপর খবর পেয়ে তাঁরাই জখম ইনসানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পাশাপাশি তাঁর অভিযোগ, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শেখ ফিরোজ টিকিট পাবে না বলেই এই হামলা করেছে তাঁর দলের লোকজন।

tmc flg

তবে গোষ্ঠীদ্বন্দ্বের এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলতে চাননি জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস। তিঁনি জানান, ঘটনার বিষয় তাঁর ঠিক জানা নেই। তবে কেউ এলাকায় অশান্তি করলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। ভোটপূর্বে একের পর এক গোষ্ঠীদ্বন্দ্বে যে কার্যতই অস্বস্তিতে শাসকদল , তা বলার অপেক্ষা রাখে না।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর