ইদের আগেই হকার উচ্ছেদ বোলপুরে! বেশিরভাগ ওয়ার্ডে TMC-র হারের বহিঃপ্রকাশ, দাবি বিজেপির

বাংলাহান্ট ডেস্কঃ রাত পোহালেই ইদ। তার আগেই বোলপুরে (bolpur) হকার উচ্ছেদ অভিযান চালাল তৃণমূল (tmc) বাহিনী। বিজেপির অভিযোগ, ৬টি ওয়ার্ড ছাড়া বোলপুরের বাকি সমস্ত ওয়ার্ডেই হেরেছে তৃণমূল। তাই হারের রাগ মেটাতেই এই আংশিক লকডাউনের মধ্যে ইদের আগেই হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে।

একেই গোটা বাংলা জুড়ে আংশিক লকডাউন চলছে। দিনের কিছুটা নির্দিষ্ট সময়ই খোলা থাকছে দোকান বাজার। এরই মধ্যে আবার কাল ইদ। তাই ইদের মরশুমে কিছুটা লাভের আশা করেছিল ব্যবসায়ীরা। কিন্তু তাঁদের সেই লাভের আশায় জল ঢেলে দিল বোলপুর পুরসভা।

hjvjvjvdsjh

বৃহস্পতিবার সকাল থেকেই হকার উচ্ছেদ অভিযান চালায় বোলপুর পুরসভা। বোলপুরের শ্রীনিকেতন রোড, প্রভাত সরণী থেকে বুল্ডোজার চালিয়ে দোকানঘর ভেঙে দিয়ে উচ্ছেদ করা হয় হকারদের। এই ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে হকারদের মধ্যে।

এবিষয়ে বোলপুর শহরের ফুটপাত ব্যবসায়ী সেখ মোজাম্মেল হক হতাশার সুরে বলেন, ‘বোলপুর পৌরসভা থেকে আমাদের মৌখিক নোটিস দিলেও, কোনো লিখিত নোটিস দেওয়া হয়নি। কালকেই ইদ, আর আজই দোকান ভেঙে দিল। একটু সময় দিলে ভালো হত। কাল কিভাবে ইদ পালন করব বুঝতে পারছি না। প্রায় ২ লক্ষ টাকার ক্ষতির মুখোমুখি দাঁড়িয়ে আছি। দিদি আমাদের জন্য কিছু ব্যবস্থা করুন’।

A 8

হকার উচ্ছেদের বিষয়ে শাসক দলের দিকে আঙ্গুল তুলে বোলপুরের বিজেপি নেতা বলেন, ‘যে হকারদের জন্য যানজট হয়, তাঁরা কিন্তু এখানকারই বাসিন্দা। তারউপর শুক্রবার ইদ রয়েছে। এই সময় এদের উচ্ছেদ করাটা ঠিক হয়নি। বোলপুরে ভালো ফল না করতে পেরে গরিব ব্যবায়ীদের জব্দ করতেই এই কাজ করেছে তৃণমূল’।

অন্যদিকে, বোলপুর পুর প্রশাসক বোর্ডের সদস্য ওমর সেখ জানিয়েছেন, হকারদের অনেক দিন থেকেই সরতে বলা হচ্ছিল। ওদের জন্য অন্য জায়গাও করা রয়েছে। কিন্তু সরছিল না দেখেই এই অভিযান করা হয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর