ফের প্রকাশ্যে এলো তৃণমূলের কোন্দল! অভিনেত্রী-প্রার্থীর সামনেই ক্ষোভে ফেটে পড়ল দলের একাংশ

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল প্রার্থীর সামনেই ক্ষোভ উগরে দিন দলের একাংশ। সোনারপুরের বিদায়ী বিধায়ক জীবন মুখোপাধ্যায়কে কোণঠাসা করার অভিযোগ করে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রর সামনে ক্ষোভ উগরে দিলেন জীবনবাবুর অনুগামীরা। তৃণমূল প্রার্থী সামনে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে আসায় একদিকে যেমন বিপাকে তৃণমূল, তেমনই আরেকদিকে এই বিষয়ে কুখে কুলুপ এঁটেছেন জেলা তৃণমূল নেতৃত্ব।

jiban
জীবন মুখোপাধ্যায়

বিদায়ী বিধায়ক জীবনবাবুর অনুগামীরা অভিযোগ করে বলেন যে, জীবনবাবুকে নির্বাচনী কমিটিতে ঠাই দেওয়া হয়নি। জীবনবাবুর অনুগামীরা অভিযোগ করে বলেন যে, সোনারপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জিত রায় এবং ওনার অনুগামীরা দলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে যা খুশি তাই করছে। লাভলি মৈত্রর সামনে তৃণমূলের নেতারা বিক্ষোভ দেখানোর পর প্রথমে ঘাবড়ে যান তিনি, যদিও পড়ে তিনি নিজেকে সামলে নিয়ে সমস্যার সমাধান করার আশ্বাস দেন।

lovely
লাভলি মৈত্র

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী হলেন অভিনেত্রী লাভলি মৈত্র। ভূমিপুত্রকে প্রার্থী করার বদলে অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে প্রার্থী করায় প্রথম থেকেই দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল। এরপর আবার সোনায় সোহাগা হয়েছে বিদায়ী বিধায়ককে নির্বাচনী কমিটিতে জায়গা না দেওয়ার ইস্যু। যদিও, কেন বিধায়ক জীবন মুখোপাধ্যায়কে জায়গা করে দেওয়া হয়নি সেই বিষয়ে মুখ খুলতে চাননি তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত রায়। তবে নির্বাচনের আগে দলের নেতা-কর্মীদের মধ্যে এই কোন্দল গোটা দলকে ভাবাচ্ছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর