সরকারি টাকায় ২৩ লক্ষ দিয়ে নিজের জন্য গাড়ি কিনলেন তৃণমূলের পুরপ্রশাসক

বাংলা হান্ট ডেস্কঃ এর আগেও গোষ্ঠীদ্বন্দ্ব যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দলকে (TMC)। বারবার এই নিয়ে বিরোধীদের কটাক্ষ সহ্য করতে হয়েছে তাদের। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, ফের একবার টাকি পুরসভায় দেখা গেল এমনই এক গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা। প্রায় ২৩ লক্ষ টাকা খরচ করে নতুন গাড়ি কিনেছেন টাকি পৌরসভার পুর প্রশাসক সোমনাথ চট্টোপাধ্যায়। কিন্তু সেই গাড়ি ব্যবহার করার আগেই তার চাকায় পড়ল তালা। আন্দোলন শুরু করলো, স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদেরই একাংশ।

এই পুরসভাটি সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস পরিচালিত। কিন্তু তার পরেও পুরসভার গায়ে পুরপ্রশাসকের দুর্নীতি নিয়ে পোস্টার লাগিয়েছেন স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ। যার জেরে অনেকেই মনে করছেন এর মধ্যে রয়েছে দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগকারী তৃণমূল কর্মীদের বক্তব্য, সরকারি টাকায় নিজের জন্য বিলাসবহুল গাড়ি কিনছেন পুর প্রশাসক। অথচ পুরসভার উন্নয়নমূলক কাজ কিছুই হচ্ছে না। বর্ষার সময় ডেঙ্গুর প্রকোপ দেখা যায় এলাকায়। এখনো পর্যন্ত মশা মারার জন্য ব্লিচিং পাউডার ছড়ানো হয়নি সমস্ত এলাকাজুড়ে।

এই পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিন্ময় মন্ডলের দাবি, “ওয়ার্ড আবর্জনায় ভর্তি। রাস্তাঘাট বেহাল। নিকাশি নালারও একই অবস্থা। মুখে বলা হচ্ছে টাকা নেই অথচ ২৩ লক্ষ টাকা দিয়ে নতুন গাড়ি কেনা হল। আমাদের সকলকে অন্ধকারে রেখে পুর প্রশাসকের এই কাজ মানুষ ভালভাবে নিচ্ছেন না।” যার জেরেই শেষ পর্যন্ত বিক্ষোভ করে গাড়ির চাকায় তালা ঝুলিয়ে দেন তারা।

পুরসভার প্রশাসক সোমনাথ চট্টোপাধ্যায় অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তার মতে, সরকারি গাড়ি তিনি চড়েন না। পুরসভার মরচে পড়া গাড়ি পয়সা খরচ করে মেরামত না করে নতুন গাড়ি কেনা হয়েছে। এখানে দুর্নীতির কিছু নেই। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, এখনও পর্যন্ত সাধারণ পরিষেবাই সব জায়গায় পৌঁছে দিতে পারিনি পুরসভা, একাধিক রাস্তা বেহাল। তার মধ্যে এ ধরনের বিলাসবহুল গাড়ি কেনায় কার্যত সকলের মনেই বিক্ষোভ দানা বেঁধেছে।

 

 

Abhirup Das

সম্পর্কিত খবর