বেআইনি বহুতল ভেঙে একাধিক মৃত্যু! গার্ডেনরিচের ওই ওয়ার্ডে কেমন ফলাফল করেছে তৃণমূল?

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের ঠিক মুখে গার্ডেনরিচে ভেঙে পড়েছিল এক বেআইনি নির্মীয়মাণ বহুতল। প্রাণ হারিয়েছিলেন ১১ জন। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বিধানসভা কেন্দ্রে এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই তা অন্য মাত্রা পায়। পরবর্তীতে ওই বহুতলটি বেআইনি, একথা স্বীকার করে নেওয়ার পর জল আরও অনেকদূর গড়ায়। চরম সমালোচনার মুখে পড়তে হয় KMC-কে। এবার ওই ওয়ার্ডেই লোকসভা ভোটে চমকে দেওয়া ফলাফল করল TMC।

গার্ডেনরিচের (Garden Reach) ওই বহুতল ভেঙে পড়ার পর বিরোধীদের চরম আক্রমণের মুখে পড়তে হয়েছিল তৃণমূলকে। অসুস্থ শরীর নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতেও আক্রমণের ধার কমেনি। তবে ৪ জুন লোকসভা ভোটের ফলপ্রকাশের (Lok Sabha Election Result 2024) পর দেখা গেল, ১৩৪ নম্বর ওয়ার্ডে বিরাট লিড পেয়েছেন TMC প্রার্থী মালা রায়।

   

সংখ্যালঘু অধ্যুষিত ওই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী প্রায় ১৪,০০০ ভোটে এগিয়ে ছিলেন। এবারের নির্বাচনে দক্ষিণ কলকাতা কেন্দ্রে সিপিএম দাঁড় করিয়েছিলেন সায়রা শাহ হালিমকে। মনে করা হয়েছিল, গার্ডেনরিচ কাণ্ডের জেরে ওই এলাকার সংখ্যালঘু ভোটাররা যদি TMC-র থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে সেই ভোটটা তাঁদের প্রার্থীর ঝুলিতে আসতে পারে। কিন্তু ফলপ্রকাশের পর দেখা যায়, তেমন কিস্যু হয়নি! স্থানীয় বিধায়ক ফিরহাদ হাকিম এবং জোড়াফুল শিবির, উভয়ের জন্যই যে এটা স্বস্তির খবর তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ ওড়িশার মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন ভোটে! কে এই শ্রমিক? রইল BJP প্রার্থী লক্ষ্মণের আসল পরিচয়

এদিকে বহুতল ভেঙে পড়ার পর স্থানীয় যে কাউন্সিলরকে সবচেয়ে বেশি রোষের মুখে পড়তে হয়েছিল, সেই শামস ইকবাল বলেন, ‘যে ঘটনাটা ঘটেছিল, সেটা সত্যিই ভীষণ দুর্ভাগ্যজনক। একজন প্রোমোটারের ভুলের কারণে এমনটা হয়েছিল। তবে এলাকাবাসী উন্নয়ন দেখেছেন। সেটা তাঁদের প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং মেয়র ফিরহাদ হাকিমের উন্নয়নের ওপর আস্থা রেখেছেন। সেই কারণে আমরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছি’।

firhad hakim

তবে বিধানসভা ভোটের নিরিখে যদি বলা হয়, তাহলে TMC-র জয়ের ব্যবধান কিন্তু কমেছে। একুশের বিধানসভা ভোটে BJP-র অবোধ কিশোর গুপ্তকে ৬৮,৫৫৪ ভোটে হারিয়েছিলেন ববি। তবে এবারের লোকসভা ভোটে সেই ব্যবধান হ্রাস পেয়েহয়েছে ৪২,৮৯৩ ভোট। কেন ব্যবধান কমল তা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন ৭৬ নম্বর ওয়ার্ডের TMC কাউন্সিলর ষষ্ঠী দাস।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর