দলের বিরুদ্ধে বিস্ফোরক TMC নেতা! বললেন ‘বাংলার মানুষের সঙ্গে বেইমানি করেছে তৃণমূল”

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট (Panchayat Vote) পূর্বে ক্রমশ্যই চড়ছে রাজনৈতিক চাপনোতরের পারদ। বাড়ছে শাসক-বিরোধী দ্বন্দ্ব। এরই মধ্যে প্রকাশ্যে এলো এক বিস্ফোরক মন্তব্য। “বাংলার মানুষের সঙ্গে বেইমানি করছে তৃণমূল!” তবে কে করলো এমন বেঁফাস মন্তব্য? কি ভাবছেন! কোনো বিরোধী দলের সদস্য? এক্কেবারেই ভূল। একথা বলেছেন খোদ তৃণমূলেরই (TMC) এক নেতা (Leader)।

অবাক করা এই ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) মাড়গ্রামে (Margram)। তৃণমূলের এক সভায় এমনই মন্তব্য করে বসলো স্থানীয় তৃণমূল নেতা নাজমুল হক। দুদিন আগে মাড়গ্রামে তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীদের এক সভার আয়োজন করা হয়েছিল। সভা বললে খানিক ভুল। বলতে হয় পাল্টা সভা।

বীরভূমের মাড়গ্রামে এই একই স্থানে দু’দিন আগেই একটি সভা ছিল। যে সভার আয়োজন করেছিল স্থানীয় কংগ্রেস (Congress) নেতৃত্ব। সেই সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রশিদ। তারই পাল্টা সভা করে শাসকদল। তবে সকলকে রীতিমতো চমকে দিয়ে লোকভর্তি জনসভায় বেঁফাস মন্তব্য করে বসলেন তৃণমূল নেতা নাজমুল হক।

সভায় ঠিক কি মন্তব্য করলেন তৃণমূল নেতা? উক্ত সভায় নাজমুল হক বলেন ‘আপনার দল তৃণমূল কংগ্রেস সারা রাজ্যের মানুষের সঙ্গে বেইমানি করেছে।’ তার এই বক্তব্য রাখার সময় , মঞ্চে উপস্থিত তৃণমূলের মহিলা জেলা সভাপতি সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ববৃন্দ।

tmc 10

এরপরেই কার্যত শোরগোল পরে গিয়েছে গোটা এলাকার রাজনৈতিক মহলে। খোদ তৃণমূল নেতার মুখেই দলের বদনাম! নিজের দলের বিরুদ্ধেই এমন বিস্ফোরক মন্তব্য ঘিরে তুঙ্গে রাজনৈতিক জল্পনা।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X