বাংলাহান্ট ডেস্ক : কারও খারাপ কাজের দায়িত্ব কোনও ভাবেই নেবে না তৃণমূল (TMC)। সোমবার ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত ছাত্র সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে এই মন্তব্যই করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
শহিদ সমাবেশের পরদিনই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তারপরই মাত্র ৬ দিনের মধ্যেই কঠিন সিদ্ধান্ত নেয় দল। পার্থকে প্রথমে মন্ত্রিসভা থেকে, পরে দলের সমস্ত পদ থেকে সরানো হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে বিধান সভার সমস্ত কমিটি থেকেও। সাংবাদিক সম্মেলন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, যত দিন না পার্থ চট্টোপাধ্যায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছেন, তত দিন তৃণমূল থেকে তাঁকে নির্বাসিত করা হল।
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সভামঞ্চ থেকে ফিরহাদ মন্তব্য করেন, ‘আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। কেউ যদি অন্যায় করে, তাহলে সেই দায় দল নেবে না। কিন্তু অন্যায় ভাবে যদি কাউকে গ্রেফতার করা হয় তা হলে প্রতিবাদ চলতে থাকবে।’
পার্থ গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে দূরত্ব বজায় রাখতে শুরু করেছে তৃণমূল। এমনকি, গ্রেফতার হওয়ার মুহুর্তে পার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক বার ফোন করলেও তিনি ফোন ধরেন নি। দলের মুখপাত্র কুনাল ঘোষ সরাসরি বলেন পার্থর জন্য গোটা তৃণমূল আজ লজ্জিত। তবে জানা যাচ্ছে, পার্থ এখনও প্রকাশ্যে নিজেকে তৃণমূলের সদস্য বলেন। কিন্তু তৃণমূলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যত দিন না তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছেন, তত দিন তাঁর প্রসঙ্গে দল কোনও মন্তব্য করবে নারাজ। তাঁর সঙ্গে কোনও রকম যোগাযোগ রাখতেও রাজি নয় দল। অপর দিকে যদিও, গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন স্বয়ং দলনেত্রী।