বাংলা হান্ট ডেস্কঃ নবজোয়ার কর্মসূচীতে ঝাড়গ্রামে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কনভয়ে হামলার ঘটনায় (Attack on Abhishek’s Convo) তদন্তভার নিল সিআইডি (CID)। গতকালই সিআইডির একটি টিম ঝাড়গ্রামের দিকে রওনা দিয়েছে বলে জানা গিয়েছে। হামলার ৪৮ ঘণ্টার মধ্যেই তদন্তের দায়িত্ব গেল সিআইডির ওপর।
এই বিষয়ে ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিন্হা জানান, “কনভয়ে হামলার ঘটনার তদন্তের দায়িত্বভার সিআইডি নিয়েছে।” তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডোর ওপর হামলার ঘটনায় কুড়মি সমাজ (West Bengal) সংগঠনের রাজ্য সম্পাদক রাজেশ মাহাতো (Rajesh Mahato) সহ ৮ কুড়মী নেতা কর্মীকে গ্রেফতার (Arrested) করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। অভিযুক্তদের রবিবারই আদালতে পেশ করা হয়।
অন্যদিকে গতকাল রাতে নিশিকান্ত মাহাতো নামে আরও একজনকে আটক করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় ৫ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখাচ্ছিল কুড়মি সম্প্রদায়ের লোকেরা। সেই সময় অভিষেকের কনভয় গড় শালবনি এলাকায় যাওয়ার পথে বিক্ষোভ বাড়ে। এমনকি নেতার কনভয়ে হামলারও অভিযোগ উঠে।
অন্যদিকে, অভিষেকের কনভয় বেরিয়ে যাওয়ার পর কনভয়ে থাকা আদিবাসী নেত্রী তথা মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে ইট এসে পড়ে। যাতে মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে যায়। অল্পবিস্তর জখম হন বিরবাহা। যদিও এই ঘটনার পর কোনও ভাবেই কুড়মিদের কাঠগড়ায় তোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার পশ্চিম মেদিনীপুরের শালবনির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমি এখনও বিশ্বাস করি, আমার কুড়মি ভাইয়েরা একাজ করতে পারে না’। তিনি বলেছিলেন, ‘আমি মনে করি, কুড়মিদের নাম করে, বিজেপির স্লোগান নিয়ে, এই অত্যাচার করেছে বিজেপি দল’।
তবে তার পরেও ঘটনার জেরে কুড়মি নেতা রাজেশ-সহ মোট ১৫ জন বিক্ষোভকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। শুধু তাই নয় শনিবারই বদলিও (Transfer) করা হয়েছে রাজেশ মাহাতোকে। জানা গিয়েছে, খড়গপুরের স্কুল থেকে তাকে উত্তরবঙ্গের কোচবিহারে বদলি করা হয়েছে। স্কুল শিক্ষা দফতর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশাসনিক কারণ ও শিক্ষার স্বার্থেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হামলার ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মোট ১৫ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। সেই তালিকাতেই রয়েছেন কুড়মি নেতা রাজেশ মাহাতও।।