বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচন যত অগ্রসর হচ্ছে, ততই যেন বাংলার বিভিন্ন প্রান্তে শাসকদলের গোষ্ঠী দ্বন্দ্ব ক্রমাগত চরমে উঠে চলেছে; যা ঘিরে ইতিমধ্যে উত্তাল রাজ্য রাজনীতি আর এবার সেই একই দৃশ্য দেখা গেল মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকল (Domkal) এলাকায়, যেখানে পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যানকে মারধর করল কয়েকজন দুষ্কৃতী। এ ঘটনায় দলেরই এক বিধায়কের নাম জড়ানোয় উত্তপ্ত গোটা এলাকা।
উল্লেখ্য, গতকাল ডোমকল পুরসভার তৃণমূল কংগ্রেস নেতা প্রদীপ চাকীর ওপর হামলার ঘটনায় ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। সূত্রের খবর অনুযায়ী, গতকাল দুপুরের দিকে এলাকায় প্রবেশ করে কয়েকজন দুষ্কৃতী এবং পরবর্তীতে বাঁশ, লোহার রড এবং পিস্তল দিয়ে হামলা চালানো হয় বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে তৃণমূল নেতার ওপর আক্রমণ করার পাশাপাশি তাঁর দোকানেও হামলা চালানো হয় বলে অভিযোগ।
পরবর্তীতে গুরুতর জখম অবস্থায় প্রদীপ চাকীকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, এই ঘটনায় জখম হন তৃণমূল নেতার ছেলে শিলাদিত্য। একইসঙ্গে, ডোমকলের তৃণমূল কংগ্রেস বিধায়ক জাফিকুল ইসলামের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন আহত প্রদীপবাবু।
তিনি বলেন, “জাফিকুলদের চক্রান্তের কারণে আমার এই অবস্থা। ওরা আমাকে খুনের চেষ্টা করে চলেছিল আর তা থেকেই এই হামলা।” ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তি যে বহু গুণে বৃদ্ধি পেল শাসকদলের, তা বলা বাহুল্য।
প্রসঙ্গত, গতকাল আহত তৃণমূল নেতার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয়রা আর এর মাঝেই পাল্টা তাঁর ওপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। এক্ষেত্রে জখম গুরুতর হওয়ার কারণে পরবর্তীতে আহত তৃণমূল নেতাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় বলে খবর।