বাংলা হান্ট ডেস্কঃ আজ রামনবমীর দিন অনুব্রত মণ্ডলের গড় বোলপুরে কেষ্টর সুস্থতা কামনার পাশাপাশি তৃণমূল কাউন্সিলর তথা বোলপুর পুরসভার উপ পুরপ্রধান ওমর শেখকে রামের বন্দনা করতেও দেখা গেল।
রামনবমী উপলক্ষ্যে রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা এর আগেই ঘোষণা করেছিলেন যে, পশ্চিমবঙ্গের বুকে ধুমধাম করে তারা রামনবমী পালন করতে চলেছেন। সে মতোই এদিন বাংলায় সর্বত্র রামনবমী পালন করতে দেখা যায় তাদের। তবে রাম বন্দনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও যে পিছিয়ে নেই, তা বলাবাহুল্য। বিশেষ করে এদিন তারই প্রমাণ পাওয়া গেল বীরভুমের বোলপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডে।
এলাকার বুকে তৃণমূল কাউন্সিলর যেভাবে জাঁকজমকের সাথে এদিন রামনবমী পালন করলেন, তাতে এ বিষয়ে স্পষ্ট হচ্ছে যে কিভাবে ভগবান রামকে নিজেদের দলে টেনে রাজনীতি খেলতে চাইছে সকল দল। এদিন ওমর শেখ বলেন, “বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাই আমরা তৃণমূল নেতার সুস্থতা কামনার জন্য পূজার্চনা করছি।”
প্রসঙ্গত, সপ্তাহের শুরুর দিকে কলকাতা সিবিআই দপ্তর তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে হাজিরার নির্দেশ দেয়। এরপর তিনি বীরভূম থেকে কলকাতায় রওনা দিলেও সিবিআই দপ্তর-এ না গিয়ে শারীরিক অসুস্থতার জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। এরপরই শুরু হয় বিতর্ক। সিবিআই এর হাত থেকে বাঁচার জন্য শারীরিক অসুস্থতার বাহানা দিচ্ছেন, এমন অভিযোগে তৃণমূল নেতাকে বিদ্ধ করতে থাকে বিরোধীরা। আর এর মাঝেই রামনবমী উপলক্ষ্যে কেষ্টর নামে পুজো দেওয়ার ভিতরেও রাজনৈতিক পটভূমি অন্তর্নিহিত রয়েছে বলেই বিশেষজ্ঞদের মত।
এছাড়াও তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও বীরভূম জেলা তৃণমূল সভাপতি সুদীপ্ত ঘোষের নামেও এদিন রাম নবমীতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। পাশাপাশি রামনবমী উপলক্ষ্যে বোলপুরের রবীন্দ্রবীথি বাইপাসে তৃণমূলের দলীয় পতাকা এবং দলের একাধিক নেতা-মন্ত্রীদের ছবি ফ্লেক্স দিয়ে সাজানো হয়। শাসকদলের মতে, বর্তমানে সংকটময় পরিস্থিতিতে দেশের এবং রাজ্যের মঙ্গল কামনা করার জন্যই পূজার্চনার ব্যবস্থা করা হয়।