‘একবার ট্রাই নিলে…’, এবার মোদীকে চন্দ্রযানে চাইছেন দেবাংশু! পেছনে বড়সড় কারণও দিলেন নেতা

বাংলা হান্ট ডেস্কঃ শাসক দল তৃণমূল কংগ্রেসের তথ্যপ্রযুক্তি (আইটি) সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattarcharya)! নিজের সোশ্যাল মিডিয়ায় সর্বদা অ্যাকটিভ। সিপিএম, কংগ্রেস বা বিজেপি সমাজমাধ্যমে বিপক্ষকে বিঁধতে এক্কেবারে ওস্তাদ তৃণমূলের এই যুব নেতা। হাস্যরসের সঠিক ব্যবহার হয়তো তার থেকে বেশি খুব কম মানুষই জানেন।

এককথায় সোশ্যাল মিডিয়া প্রেসেন্সের মাধ্যমে সকল অনুরাগীদের মাতিয়ে রাখেন দেবাংশু। একেক দিন একেক ব্যক্তি তার আক্রমণের তালিকায়। এদিন সেভাবেই দেবাংশুর ফেসবুক পোস্টে উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) নাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এলাহী বিদেশ সফরের কারণে বিশেষ চর্চিত। এবার সেই বিদেশ ভ্রমণের সাথে চন্দ্রযানের (Chandrayaan-3) প্রসঙ্গ জুড়ে মোদীকে জোর কটাক্ষ দেবাংশুর।

দীর্ঘ প্রচেষ্টার পর শুক্রবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে ‘চন্দ্রযান-৩’-এর সফল ভাবে উৎক্ষেপন হয়েছে। এই মিশন সফল হলে, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের পর চাঁদে নিয়ন্ত্রিত অবতরণ অর্জনকারী চতুর্থ দেশ হবে ভারত। এই চন্দ্রযান নিয়ে এবার মোদীকে খোঁচা দেবাংশুর। যদিও এই প্রথম নয়, এর আগেও বহুবার সমাজমাধ্যমে মোদীকে কটাক্ষ ছুঁড়েছেন তিনি।

এদিন ঠিক কী লিখলেন নেতা? রবিবার নিজের ফেসবুক থেকে দেবাংশু লেখেন, ‘নরেন্দ্র মোদী দেশ-বিদেশ এত ঘুরে বেড়াতে ভালোবাসেন.. চন্দ্রযানে একবার ট্রাই নিলে চাঁদটাও ঘুরে আসতে পারতেন। আপনি ফিরে এলে আমরা জিজ্ঞেস করতাম, পৃথিবী থেকে তো দেখা যায়না; চাঁদ থেকে কী আচ্ছে দিন দেখতে পেলেন?’ এককথায় মোদীর বিদেশ সফর ও ‘আচ্ছে দিন’ নিয়ে তাকে জোর কটাক্ষ করেন দেবাংশু।

debangshu

প্রসঙ্গত,সম্প্রতি দু’দিনের বিদেশ সফরে ফ্রান্সে যান মোদী। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁ সেই দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান লিজ্যয়ঁ দ্য’নর (légion d’honneur) -এ মোদীকে ভূষিত করেছেন। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে এই সম্মান পেয়েছেন মোদী। সম্মান দেওয়া হয়েছে এলিসি প্যালেসেও। উল্লেখ্য, এই নিয়ে মোট টি ১৩টি দেশ থেকে সেখানকার সর্বোচ্চ সম্মান পেয়েছেন মোদী।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর