ধমকে চমকে জমি দখল! এবার মমতার নির্দেশেই গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি, তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ পাওয়ার পর থেকেই বেআইনিভাবে জমি দখল এবং হকার উচ্ছেদের ঘটনায় কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি। সম্প্রতি নবান্ন থেকে বৈঠক করে খোদ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন এই কাজের সাথে জড়িত দলের কাউন্সিলর থেকে শুরু করে মন্ত্রী আমলা কাউকেই রেয়াত করা হবে না।

এরপর স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশেই বুধবার জমি কেলেঙ্কারিতে তৃণমূলের ডাবগ্রাম-ফুলবাড়ির সাংগঠনিক ব্লকের সভাপতি দেবাশীষ প্রামাণিককে (Debasish Pramanik) গ্রেফতার করেছে পুলিশ। তাকে টানা  সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। জানা যাচ্ছে জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত ফুলবাড়ির এই তৃণমূল নেতা দেবাশীষ এক সময় ছিলেন কেরোসিন তেলের ডিলার।

কলেজ জীবনে ছাত্র পরিষদের নেতা দেবাশীষের একসময় ফুলবাড়ির মোড়ের চার ফুট বাই সাত ফুটের একটি ছোট্ট দোকান ছিল। সেই থেকেই কেরোসিন তেলের ডিলারশিপের পাশাপাশি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ছোটখাটো ঠিকাদারি শুরু করেন তিনি। কিন্তু জানা যায়, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই জমির ব্যবসায় নাম লেখান  দেবাশীষ।

আরও পড়ুন: খাস কলকাতায় গণপিটুনি! মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন, ব্যাপক চাঞ্চল্য বৌবাজারে

দলের ব্লক সভাপতি গ্রেফতার হতেই এই মুহূর্তে আলোচনায় উঠে এসেছে ডাবগ্রাম ফুলবাড়ী।  ২০১১ সালে এই বিধানসভা কেন্দ্র তৈরি হওয়ার পর শাসকদলের নেতাদের ঢালাও ভোট দিয়েছিলেন এলাকাবাসী। এখান থেকে জিতেই দুবার মন্ত্রী হয়েছিলেন গৌতম দেব। কিন্তু ধীরে ধীরে নেতাদের দাদাগিরিতে অতিষ্ঠ হয়ে ওঠেন এলাকাবাসী। জানা যায় গ্রামের মানুষদের ধমকে চমকে জমি বিক্রির ব্যবসা করতেন দেবাশীষ প্রামাণিক। যার ফলে ফুলেফেটে ফুলেফেঁপে ওঠে তার সাম্রাজ্য। 

Debasish

দিনের পর দিন শাসক দলের নেতাদের ক্ষমতার আস্ফালন, টাকার লোভ, কিংবা জমির কারবারে জড়িয়ে পড়ার ঘটনা জেনেও রাশ টানতে পারেননি গৌতম দেব। যার ফলস্বরূপ ২০২১-এ হারতে হয় গৌতম দেবকে। একই ফল হয় ২০২৪ সালেও। প্রসঙ্গত ডাবগ্রাম ২ গ্রাম পঞ্চায়েতে দু’বারের প্রধান এবং ২০২৩ এ ব্লক সভাপতি ছিলেন সুধা সিং। কিন্তু অভিযোগ চাওক্রান্ত করে  সরিয়ে দেওয়া হয় তাকে। যার ফলে আবার ব্লক সভাপতি হন দেবাশীস। সূত্রের খবর, সুধাকে গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট দিতে চাননি দেবাশিস গোষ্ঠী। তবে শেষমেষ টিকিট নিয়ে লড়াই করে জেতেন সুধা সিংহ। কিন্তু এই দুই গোষ্ঠীর লড়াইয়ের জেরেই মাঝখান থেকে  ডাবগ্রাম ২ গ্রাম পঞ্চায়েতের  গত পঞ্চায়েত নির্বাচন বিজেপির দখলে চলে যায়।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর