বাংলাহান্ট ডেস্ক : মুর্শিদাবাদের (Murshidabad) সালার থেকে পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তেজনার খবর পাওয়া গেল। মুড়ি মুড়কির মত বোমাবাজি হল এলাকা জুড়ে। সালারের খাড়েঁরা গ্ৰাম সোমবার উত্তপ্ত হয়ে ওঠে এলাকা দখলকে কেন্দ্র করে। বোমাবাজির পাশাপাশি তৃনমূলের (Trinamool Congress) বিদুৎ কর্মাধ্যক্ষ ও কিষাণ সেলের ব্লক সভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগও সামনে আসছে।
স্থানীয় সূত্রের খবর, এই বোমাবাজি শুরু হয় সোমবার বিকেল থেকে। বোমাবাজির পাশাপাশি বাড়ি ভাঙচুর করা হয় ভরতপুর ২ পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নুরজাহান খাতুনের বাড়িতে। অভিযোগ এই বোমাবাজি করা হয়েছে পঞ্চায়েত প্রধান মোস্তাক আলির নেতৃত্বে। নুরজাহান খাতুন জানিয়েছেন, ভরতপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের কিষাণ সেলের সভাপতি তার স্বামী।
তবে দীর্ঘদিন ধরে তার মত বিরোধ চলছিল তৃণমূল পঞ্চায়েত প্রধানের সাথে। পঞ্চায়েত নির্বাচনের আগে নিজের ক্ষমতা প্রদর্শন ও এলাকা দখলের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। ভরপুর ২ কিষাণ সেলের সভাপতি জুল হোসেনের অভিযোগ, প্রধানের পারিবারিক বিবাদ চলছিল অন্য একজনের সাথে। তাদের সাথে কোনও ঝামেলা ছিল না।
অথচ বোমাবাজি করা হয়েছে তাদের বাড়িতে। বাড়ির ভিতরে প্রায় দশটা ও বাড়ির বাইরে আরও বেশি বোমাবাজি করা হয়েছে। এই বিষয়ে নুরজাহানের স্বামী অভিযোগ করেছেন থানায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে যদিও এই ঘটনা অস্বীকার করা হয়েছে। তবে, ঘটনাটি নিয়ে শাসক ও বিরোধী তরজা তুঙ্গে উঠেছে।
স্থানীয় তৃণমূল নেতা বলেছেন, এরকম কাজ হতে পারে না প্রধানের নেতৃত্বে। এটা হয়তো পারিবারিক বিবাদ। গোষ্ঠীদ্বন্দ্বের কোনও বিষয় নেই এখানে। এই ঘটনায় ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। এই ঘটনা ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে, এই ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।