‘যে কোনওদিন খুন হতে পারি’, তৃণমূলের মঞ্চ থেকে প্রাণহানির আশঙ্কা অনুব্রত বিরোধী কাজলের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কাজল শেখ (Kajal Sheikh) একাধারে বীরভূমের (Birbhum) শাসকদলের বড় নেতা ও জেলা কোর কমিটির সদস্য। এহেন তৃণমূল নেতা কাজল শেখ প্রকাশ্য জনসভায় নিজের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করলেন। লাল মাটির জেলার তৃণমূল (Trinamool Congress) নেতা কাজল শেখ এমনই দাবি করেন মঙ্গলবার।

বোলপুরের অদূরে কঙ্কালীতলার কর্মীসভা মঞ্চ থেকে এই বক্তব্য তিনি করেন। তৃণমূলের একটি জনসভায় কাজল শেখ বলেন,”ঘরে-বাইরে সর্বত্র আমার শত্রু। যেকোনও দিন খুন হয়ে যেতে পারি আমি জানি। আমি যখন বাড়ি থেকে বের হই তখন আমার মা আমার মাথায় তিনটে চুমু দেন এবং ঠাকুরের কাছে প্রার্থনা করেন যাতে আমি সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যেতে পারি।”

অন্যদিকে, বিরোধীরা শাসক দলের নেতার মুখে এমন কথা শুনে রাজ্যের শাসনব্যবস্থা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছেন। তারা দাবি করেছেন, যেখানে তৃণমূলের এক বড় নেতা নিজের প্রাণহানির আশঙ্কা করছেন, সেখানে সাধারণ মানুষের কি অবস্থা তা ভালোভাবেই বোঝা যাচ্ছে। পশ্চিমবঙ্গে প্রশাসন বলে আর কিছুই অবশিষ্ট নেই।

প্রসঙ্গত, বহুদিন ধরেই বীরভূমে অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর লোক বলে পরিচিত কাজল শেখ। জেলা তৃণমূল সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের জেল হেফাজত হওয়ার পর থেকে কাজল শেখের এলাকায় খানিক প্রতিপত্তি বেড়েছে। পাশাপাশি জায়গা পেয়েছেন তৃণমূলের নতুন কোর কমিটিতেও।

Kajal Sheikh

সম্প্রতি বীরভূমে দলের জেলা কোর কমিটির বৈঠক একদম শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। এরপরই কাজল শেখ বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন অনুব্রত মণ্ডল জেলে বসেই ফোনে যোগাযোগ রাখছেন বিকাশ রায় চৌধুরীর সাথে। বৈঠক বাতিল হয়েছে অনুব্রত মণ্ডলের মদতেই। যদিও বিকাশ রায় চৌধুরী এই অভিযোগ মানতে চাননি।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X