পদ ব্যবহার করে ব্যাপক দুর্নীতি! BJP নেতার বিরুদ্ধে বিরাট অভিযোগ! CBI-ED-কে চিঠি তৃণমূলের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ থেকে রেশন, বাংলার বুকে একাধিক দুর্নীতি কাণ্ড ঘটেছে। নাম জড়িয়েছে শাসকদলের একাধিক হেভিওয়েটের। এই নিয়ে বহুবার তৃণমূলকে (Trinamool Congress) নিশানা করেছে বিরোধীরা। তবে এবার বঙ্গ বিজেপির (BJP) এক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনল জোড়াফুল শিবির। ইতিমধ্যেই এই নিয়ে সরব হয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

‘ইডি-সিবিআই তদন্ত করবে না?’ প্রশ্ন কুণালের (Kunal Ghosh)

বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি দলের পদ ব্যবহার করে প্রচুর দুর্নীতি করেছেন। আর একজন বিজেপি নেতাই সেকথা সামনে এনেছেন। এই ঘটনা ঘিরে পদ্ম শিবিরের অন্দরে জোর শোরগোল। এই নিয়ে দিল্লিতেও চিঠি লিখে মেল করা হয়েছে। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই চিঠি পৌঁছেছে জেপি নাড্ডা, সুনীল বনসলের কাছে। পাশাপাশি অমিত শাহের কাছেও অভিযোগপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে।

বঙ্গ বিজেপির ওই নেতার বিরুদ্ধে অভিযোগ, বিগত দু’বছরে তিনি কার্যত দলকে বিক্রি করে দিয়েছেন! অভিযোগপত্রে লেখা হয়েছে, ২০২৩-২০২৫ সালের মধ্যে বিজেপির ওই নেতা ও পদাধিকারী একপ্রকার দলকে বিক্রি করে দিয়েছেন। পদের অপব্যবহার, ক্ষমতাবলে পদ ও টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রচুর দুর্নীতি করেছেন। বহু লোকের থেকে সম্পত্তি হস্তগত করেছেন ও সেগুলি নিজের ঘনিষ্ঠ আত্মীয়দের নামে রেখেছেন।

আরও পড়ুনঃ উভয় সংকট! SSC চাকরি বাতিলের মাঝেই এবার বড় সিদ্ধান্ত পার্শ্বশিক্ষকদের, লাটে উঠবে পড়াশোনা?

পদ্ম নেতার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ও চিঠি প্রকাশ্যে এনেছেন কুণাল। তৃণমূল (TMC) নেতা বলেন, ‘তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে যে বিজেপি নানান দুর্নীতি হয়েছে বলে বড় বড় কথা তুলে ধরে, সেই বিজেপির গুরুত্বপূর্ণ নেতা দলকে বিক্রি করে দিয়ে ব্যাপক দুর্নীতি করছেন। এবার বিজেপি কোন মুখে কথা বলবে?’

Kunal Ghosh

এখানেই না থেমে কুণালের প্রশ্ন, এই বিজেপি নেতার বিরুদ্ধে সিবিআই-ইডি তদন্ত করবে না? তাঁর কথায়, ‘কেন্দ্রীয় এজেন্সি কী করবে তাদের ব্যাপার, তবে দলের তরফ থেকে সিবিআই-ইডির কাছে এই অভিযোগপত্র জমা করা হবে। সেই সঙ্গেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও সিআইডির কাছেও এই অভিযোগপত্র জমা করে তদন্তের দাবি জানানো হবে’।

উল্লেখ্য, বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে নানান ইস্যুতে সরগরম বাংলা। এই আবহে বঙ্গ বিজেপির এক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ! ইতিমধ্যেই এই নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূল নেতা কুণাল (Kunal Ghosh)। আগামীদিনে এই ইস্যু কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X