বাংলাহান্ট ডেস্কঃ একুশের নির্বাচনের পূর্বেই তৃণমূলের অন্দরে ফাটল ধরল। প্রশান্ত কিশোরের (Prashant Kishor) ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন দলীয় সদস্যরাই। ‘দলে অভিজ্ঞ নেতারা থাকতে পিকের থেকে এখন আমাদের রাজনীতি শিখতে হবে?’ বলে ক্ষোভ উগরে দিলেন জলপাইগুড়ি জেলা কমিটির যুগ্ম সম্পাদক বুবাই কর (Bubai Kar)।
সুর চড়ছে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে
বেশ কিছুদিন ধরেই তৃণমূলের অন্দরের কোন্দল প্রকাশ্যে এসেছে। পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারিকে নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম রয়েছে রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে আরও এক এক তৃণমূল নেতা বুবাই করকে নিয়ে বিপাকে তৃণমূল। জলপাইগুড়ি থেকে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে সুর চড়ালেন জলপাইগুড়ি জেলা কমিটির যুগ্ম সম্পাদক বুবাই কর।
পিকের বিরুদ্ধে মিহির গোস্বামীর তোপ
তবে কদিন আগেই পিকের এবং তাঁর সংস্থার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। তিনি বলেন, ‘তৃণমূল দল এখন আর নেত্রীর হাতে নেই। দলের মধ্যে ঠিকাদার থিংক ট্যাংক কোম্পানি ঢুকে সব তছনছ করে দিচ্ছে’।
ক্ষোভ উগরে দিলেন বুবাই কর
বুবাই কর ফেসবুক পোস্টে লেখেন, ‘তৃণমূল দলে বেসরকারি সংস্থা অত্যাধিক বেশি গুরুতে পাচ্ছে। সেই কারণে দলের নেতা-কর্মীরা অপমানিত বোধ করছেন। বাংলায় মমতা ব্যানার্জী, শুভেন্দু অধিকারীর বিকল্প কেউ নেই। কিন্তু বর্তমানে বাংলায় তৃণমূলের নেতা কর্মীদের কাজের হিসেব চাইছে, তাদের কাজ শেখাচ্ছে বেসরকারি সংস্থার কর্মীরা। দলে তাবড় তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকতে কিনা আমাদের এখন পিকের থেকে রাজনীতি শিখতে হবে? পিকে কি কোন রাজনৈতিক নেতা? পিকে যে আদতে তৃণমূলের কোন দায়িত্বে রয়েছেন, তা আমরা এখনও জানি না। এই ঘটনায় দলীয় কর্মীরা ভীষণ ভাবেই অপমানিত বোধ করছেন’।