‘বাংলাদেশি নাগরিকরাও ভোটার তালিকায় নাম তুলুন’, ভোটে জিততে দাওয়াই তৃণমূল নেত্রীর! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: লোকসভা ভোটের (Lok Sabha Election) আগে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বারাসাতের তৃণমূল (TMC) নেত্রী রত্না বিশ্বাস (Ratna Biswas)। ইতিমধ্যেই তাঁর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে। যা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় বইছে।

বৃহস্পতিবার ছিল বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডঃ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar) জন্মদিন। সেই উপলক্ষে হাবরার এক নম্বর ব্লকের পৃথিবা এলাকায় একটি দলীয় কর্মসূচির আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান রত্না বিশ্বাস বলেন, ‘তিন মাস পরেই লোকসভা ভোট। ভোটার লিস্টের কাজ চলছে। জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি (Bangladesh) লোক বসবাস করেন। জাকিরদা লিঙ্কটা ভালো করতে পারেন‌। বাংলাদেশ থেকে যারা এসেছেন যদি তাদের ভোটার লিস্টে (Voter List) নাম তুলতে লিঙ্কের কোনও সমস্যা হয় তাহলে জাকিরদার এই অফিসে এসে দ্রুত যোগাযোগ করবেন। আমরা চাই না একটা ভোটও বাইরে পড়ুক।’

আরও পড়ুন: বেইজ্জত হচ্ছে মুখপাত্ররা! এবার মমতা সরকারকে একহাতে নিলেন কুণাল, তৃণমূলে থরহরিকম্প

বাংলাদেশিদের প্রতি এই তৃণমূল নেত্রীর আশ্বাসবাণী রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও রত্না বিশ্বাসের এই মন্তব্য নিয়ে সাফাই দিয়েছেন তৃণমূল নেতা জাকির হোসেন। তিনি বলেন, ‘আমাদের এলাকায় বেশিরভাগ বাসিন্দাই ১৯৬০-৬৫ সালের পর ওপার বাংলা থেকে এসে বসবাস করছেন। ১৯৯০ সালের আগে ভোটার তালিকায় নাম ছিল। কিন্তু যে কোনও কারণেই হোক তাদের ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ গিয়েছে। সেই তালিকায় আমরা ইন্টারনেট ঘেঁটে বার করেছি। আমরা পরিষেবা দিয়ে থাকি, কোনও বেআইনি কাজ করি না। তবে বাংলাদেশি কথাটা না বললেই ভালো হত।’

tmcc delhi

যদিও ওই তৃণমূল নেত্রীর বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে সিপিএম (CPIM)। কীভাবে একজন ওপার বাংলার নাগরিকের এই রাজ্যে ভোটাধিকার থাকতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী। সিপিএম নেতা বলেন, ‘বেআইনি কাজ করার জন্য মুখিয়ে বসে রয়েছে তৃণমূল। শুধু টাকাটা পেলেই হল।’

Monojit

সম্পর্কিত খবর