ফের গ্রেফতার তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে! এবার দিল্লি থেকে হলেন অ্যারেস্ট

বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষে ফের গ্রেফতার তৃণমূল নেতা (TMC Leader) সাকেত গোখলে (Saket Gokhle)। চলতি মাসেই আবার তৃণমূল কংগ্রেস মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করল গুজরাট (Gujrat) পুলিশ (Police)। তবে কী কারণে এই গ্রেফতার তা নিয়ে মুখ খোলা হয়নি পুলিশ তরফে।

ঠিক কী জানা যাচ্ছে? রাজধানীর পুলিশ সূত্রে খবর, নিয়মানুযায়ী গুজরাট পুলিশ নয়াদিল্লির পুলিশের কাছে সহযোগিতা চেয়েছিল। তবে কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়ে কিছু বলা হয়নি। তৃণমূল তরফেও এবিষয়ে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, নয়াদিল্লির চাণক্যপুরীতে পশ্চিমবঙ্গ সরকারের অতিথিশালা বঙ্গভবন থেকে সাকেত গোখলেকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ গুজরাট বিধানসভা নির্বাচনকালে মাচ্ছু নদীর মোরবিতে সেতু দুর্ঘটনা ঘটেছিল। ঘটনায় প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ। এই ঘটনার প্রেক্ষিতেই একটি টুইট করেছিলেন তৃণমূল নেতা। যার জন্য ডিসেম্বর মাসের শুরুতে চারদিনের ব্যবধানে তাঁকে দু ’বার গ্রেফতার করে গুজরাট পুলিশ।

ঠিক কী টুইট করেছিলেন তৃণমূল মুখপাত্র? মোরবি দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই প্রেক্ষিতে তৃণমূল নেতা সাকেত গোখলে দাবি করেছিলেন, প্রধানমন্ত্রীর এই সফর বাবদ ৩০ কোটি টাকা খরচ হয়েছে। যদিও প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) জানিয়ে দেয়, সেই তথ্য সম্পূর্ণই ভুয়ো।

এই ঘটনার পর চলতি মাসের ৫ ডিসেম্বর রাজস্থান থেকে সাকেত গোখলেকে আটক করে গুজরাট পুলিশ। এরপর তাঁকে আমেদাবাদে নিয়ে এসে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। তবে ৮ ডিসেম্বর তাঁকে জামিন দেয় আমেদাবাদের আদালত। কিন্তু এখানেই শেষ নয় ওই একই দিনই দ্বিতীয়বার গ্রেফতার হন এই তৃণমূল কংগ্রেস নেতা। পরদিন ৯ ডিসেম্বর জামিন পান তিঁনি।

saket

উল্লেখ্য, কিছুদিন আগে তৃণমূল মুখপাত্র বলেন , ডিসেম্বর মাসের গোড়ায় তাঁর গ্রেফতারের বিষয় নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন গুজরাট পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এবার এই অবহেই ফের একবার সাকেত গোখলের গ্রেফতারী নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর