বাংলাহান্ট ডেস্ক : স্কুলের মিড ডে মিল নিয়ে চরমে বচসা। খোদ স্কুল কমিটির সভাপতির গালেই চড় কষালেন এক গ্রামবাসী। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে নামখানার হরিপুর নেতাজি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়।
জানা যাচ্ছে,বহুদিন ধরেই মিড ডে মিলে কারচুপি এবং দুর্নীতির অভিযোগ উঠছে স্কুলের পরিচালন কমিটির বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মিড ডে মিক্র টাকা নিজেরা আত্মসাৎ করার জন্য পোকা চাল ডাল, এমনকি পরিমাণেও কম কম দেওয়া হয় সবকিছু। এই অভিযোগের পর স্কুলের তরফে অভিভাবকদের সঙ্গে আলোচনার মাধ্যমে দায়িত্ব থেকে বাদ দেওয়া হয় ওই পরিচালন কমিটিকে।
এরপর থেকে স্কুলের প্রধান শিক্ষক এবং পরিচালন কমিটির সভাপতিই নিজেদের দায়িত্বে স্কুলের মিড ডে মিল চালাচ্ছিলেন। হঠাৎ করেই এদিন স্কুলের তরফে কিছু অভিভাবককে স্বাক্ষর করার জন্য ডাকা হয়। আর এই স্বাক্ষর করানোকে নিয়েই মূলত সূত্রপাত হয় ঝামেলার। অভিভাবকরা জানতে চান কেন স্বাক্ষর করতে হবে তাঁদের। এরপরই দুপক্ষের মধ্যে বচসা বাঁধে। কিছুক্ষণের মধ্যেই তা এমন জায়গায় পৌঁছায় যে স্কুলের পরিচালন কমিটির সভাপতি তথা হরিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য লক্ষপতি মণ্ডলের গালি কষিয়ে এক থাপ্পড় মারেন স্থানীয় বাসিন্দা মানস মণ্ডল। এরপরই ভয়ানক হাতাহাতি শুরু হয় দুপক্ষের।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নামখানা থানার পুলিশ। পুলিশ গিয়ে অভিযোগকারী এবং অভিযুক্ত দুজনকেই থানায় নিয়ে আসে। তারপর সেখানে খানিকটা মিটমাট করা হয় বিষয়টি। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।