ডাকাত সন্দেহে গ্রেফতার দাপুটে তৃণমূল নেতার ছেলে! যা পাওয়া গেল.. চোখ কপালে পুলিশের

বাংলা হান্ট ডেস্কঃ বাবা শাসকদলের (Trinamool Congress) তাবড় নেতা, ওদিকে ডাকাত সন্দেহে গ্রেফতার ছেলে। পুলিশের অভিযোগ, দলবল জড়ো করে আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতির ছক কষেছিল রামপুরহাটের তৃণমূল নেতা (TMC Leader) গফফর শেখের ছেলে! খবর পেয়েই হাতেনাতে তাদের ধরে মল্লারপুর থানার পুলিশ।

সূত্রের খবর, রবিবার গভীর রাতে বীরচন্দ্রপুর থেকে তারাপীঠ যাওয়ার রাস্তা থেকে অস্ত্রশস্ত্র-সহ ওই তৃণমূল নেতার ছেলে ও তার ১০-১২ জন সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে তৃণমূল নেতার ছেলের নাম আসমত আলি শেখ ওরফে ভিক্টর। মূল অভিযুক্তর বাড়ি তারাপীঠের সন্ধ্যাজল গ্রামে।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ভোজালি উদ্ধার করা হয়েছে। এত পরিমাণে অস্ত্র-সস্ত্র কিভাবে তাদের কাছে এল এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ভিক্টরের বাবা গফফর শেখ রামপুরহাট-২ ব্লকের বুধিগ্রাম পঞ্চায়েতে এবার শাসকদলের টিকিটে জয়ী হয়েছেন। পাশাপাশি তিনবারের পঞ্চায়েতের সদস্য তিনি।

ছেলের গ্রেফতারি হতেই চরম অস্বস্তিতে দাপুটে তৃণমূল নেতা। যদিও ছেলেকে নির্দোষ দাবি করে নেতা বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছেলেকে ফাঁসানো হচ্ছে। সবটাই চক্রান্ত বলে দাবি তার। গোটা ঘটনাটাই মিথ্যে বলে দাবি নেতার। তার অভিযোগ, পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছেন। বলেই ছেলেকে ফাঁসানো হয়েছে।

tmc flag

যদিও এই ঘটনায় তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, “দল কখনওই দোষীদের আড়াল করবে না। তবে যদি সত্যিই ষড়যন্ত্র করে ফাঁসানো হয় তাহলে সেটাও মেনে নেওয়া হবে না। তদন্ত হচ্ছে। সত্যিটা সামনে আসবেই।” তৃণমূল নেতার ছেলের গ্রেফতারির ঘটনায় শোরগোল পড়েছে গোটা এলাকায়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর