বাংলা হান্ট ডেস্কঃ খোদ বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose) বিরুদ্ধে নালিশ ঠুকে রাজ্য নির্বাচন কমিশনে (West Bengal State Election Commission) চিঠি দিল রাজ্য সরকার (West Bengal Government)। বোসের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ তুলে সরব রাজ্য। এককথায় রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে যা বাংলার মাটিতে দাঁড়িয়ে এককথায় নজিরবিহীন।
পঞ্চায়েত ভোটের মুখে নিরাপত্তা খতিয়ে দেখতে রাজ্য সফরে বেড়িয়েছেন সিভি আনন্দ বোস। যা নিয়ে রীতিমতো ফুঁসছে তৃণমূল (Trinamool Congress)। নির্বাচনের আগে রাজ্যপালের এই সক্রিয়তা নিয়ে আগেই সরব হয়েছিল শাসক দল, এবার সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে নালিশ গেল কমিশনে।
কী কী অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে? অভিযোগ ১) ‘সরকারি গেস্টহাউসে কীভাবে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক সারলেন রাজ্যপাল?’
অভিযোগ ২) ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন রাজ্যপাল’।
অভিযোগ ৩) ‘অবান্তর বিবৃতি দিয়ে বিভ্রান্তি তৈরি করছেন রাজ্যপাল বোস’।
অভিযোগ ৪) ‘পদের ক্ষমতাবলে রাজভবনে তথাকথিত কন্ট্রোল রুম খুলেছেন’।
অভিযোগ ৫) ‘বিডিওদের কাছ থেকে মনোনয়নের খুঁটিনাটি তথ্য জানতে চাইছেন’।
অভিযোগ ৬) ‘নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন রাজ্যপাল’।
অভিযোগ ৭)‘রাজ্য ও কমিশনকে অন্ধকারে রেখে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে বৈঠক ’।
অভিযোগ ৮) ‘কেন্দ্রের বিভিন্ন এজেন্সির সঙ্গেও বৈঠক করছেন রাজ্যপাল’।
অভিযোগ ৯) ‘বিজেপি সদস্যদের নিরাপত্তার জন্য কেন্দ্রের সঙ্গে বৈঠক রাজ্যপালের’।
অভিযোগ ১০)‘রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে কথা না বলেই বৈঠক’।
প্রসঙ্গত, মনোনয়ন পর্বে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় বাংলার একাধিক জায়গায়। ভাঙড় ও ক্যানিংয়ে তুমুল অশান্তি, প্রানহানির পর ওই দুই স্থান পরিদর্শনে যান সিভি বোস। অশান্তি দমনে রাজভবনেও খুলেছেন পিস রুম। এরই মধ্যে ফের দু দিনের উত্তরবঙ্গে সফরে যান রাজ্যপাল। কোচবিহার, দিনহাটা পরিদর্শন করেন।
এরপর গতকাল কলকাতা ফিরেই শিয়ালদহ স্টেশন থেকেই বাসন্তীতে যান তিনি। প্রসঙ্গত শনিবার রাতে বাসন্তীতে যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লা খুন হন। সেখানে পৌঁছে নিহতের পরিবার ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। এই সব ঘটনার জেরে এবার নিয়োগ কর্তার বিরুদ্ধেই নালিশ দায়ের হল নিযুক্তের কাছে।