ভাঙল স্বপ্ন! মদন মিত্রকে কাতারে যেতে বাধা খোদ মুখ্যমন্ত্রীর, জারি কড়া নির্দেশ

বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র অপেক্ষার দুই দিনের। ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি, ফুটবল বিশ্বকাপের জ্বরে কাঁপছে সবাই। সোশ্যাল মিডিয়া সেনসেশন তৃণমূল নেতা মদন মিত্রও (Madan Mitra) তার ব্যতিক্রম নয়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কড়া নির্দেশে ফুটবল বিশ্বকাপ দেখতে যাওয়া পিছলো মদন মিত্রর।

কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে যাওয়ার কথা রয়েছে মদন মিত্রর। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে মদন মিত্রর কাতার সফর পিছিয়ে গেল কিছুদিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মদন মিত্রকে নির্দেশ দিয়েছেন বিশ্বকাপে কাতার যাওয়ার বদলে তাকে ২৩ তারিখ পর্যন্ত বিধানসভায় থাকতে হবে।

সূত্রের খবর ২১ তারিখ ফুটবল বিশ্বকাপ দেখার জন্য কাতার উড়ে যাওয়ার কথা ছিল তৃণমূল নেতার। জানা যাচ্ছে ২১ তারিখের বদলে ২৪ শে নভেম্বর মদন মিত্র কাতার যাবেন। ২৯ শে নভেম্বর তিনি ফিরবেন দেশে।

এই বিষয়ে মদন মিত্রকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “নদীর কি হয়? একটা খরস্রোতা নদী সোজা যাচ্ছিল। একটা পাহাড় হঠাৎ তার সামনে চলে আসে। নদী কি করে, ঘুরে ডান দিকে চলে যায়। নদী কখনো থেমে থাকে না। তেমনি আজকে আমার যাওয়ার কথা ছিল কিন্তু কালকে যাব। বেশি কিছু হয়নি এর থেকে”।

madan mitra 3 1

তবে পাশাপাশি তিনি একথাও বলেন, “আমি তো কাতারে প্রধানমন্ত্রী বা ফুটবলের প্রধানমন্ত্রী নই। আমি তৃণমূল কংগ্রেসের ও মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন অনুগত সৈনিক। অবজ্ঞা করতে পারি না তাকে। মুখ্যমন্ত্রী চায় আমি ২৩ তারিখ পর্যন্ত যেন বিধানসভায় থাকি। দল যা বলবে আমি তাই করব।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর