‘তৃণমূলেও চোর আছে’, ভরা সভায় সাফ স্বীকারোক্তি তৃণমূল বিধায়ক শোভনদেবের

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলেও চোর আছে! না, কোনো বিরোধী দলের সদস্য নয়, একথা জানালেন খোদ তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের কৃষিমন্ত্রী  (Agriculture Minister)। কার্যত বিরোধীদের অভিযোগ মেনে নিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandev Chatterjee)। সমস্ত রাজনৈতিক দলেই কম-বেশি ‘চোর’ রয়েছে । এবং সেটাই স্বাভাবিক বলে মনে করেন খড়দহের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, শনিবার উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) সোদপুরে পানিহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে একটি কম্বল বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রবীণ তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানেই অনুষ্ঠান মঞ্চ থেকে তিঁনি জানান তাঁদের দলেও চোর আছে।

ঠিক কী বললেন বর্ষীয়ান তৃণমূল নেতা? এদিন উত্তর ২৪ পরগনার অনুষ্ঠান মঞ্চ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমাদের দলেও চোর আছে তো। চোর সব দলে আছে। যে দল বলবে তার দলে চোর নেই, তাদের পার্টি অফিসে ঝাঁট দেব।’’ পাশাপাশি এদিন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়েও এদিন মুখ খুলেছেন পরিষদীয় মন্ত্রী। তিনি বলেন, ”৫০ কোটি টাকা পাওয়া গিয়েছে পার্থবাবুর নামে। খুব অন্যায় করেছে। শাস্তি পেলে আমাদের কিছু দুঃখ নেই। পার্থকে একদিন হাতে করে রাজনীতিতে আমিই এনেছিলাম। তার জন্য আমার দুঃখ আছে, বেদনা আছে।”

শুধু তাই নয়, এর পর বিজেপির সমালোচনা করতে গিয়ে তৃণমূল বিধায়ক বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নামে ৫০ কোটি টাকা পাওয়া গিয়েছে। তিনি শাস্তি পেলে দুঃখ নেই। কিন্তু ৫০ কোটি টাকার সঙ্গে কি ১৩ হাজার কোটি টাকার তুলনা হবে? কী করে নীরব মোদী ১৩ হাজার কোটি টাকা নিয়ে পালাল?

sovandeb

অন্যদিকে থেমে থাকেনি বিজেপিও। শোভনদেবের মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha) বলেন, শোভনদেববাবুকে তাহলে বিজেপির দিকে তাকাতে হবে। অটল বিহারী বাজপেয়ীর সরকারের বিরুদ্ধে এক টাকা চুরির কেলেঙ্কারি নেই। মোদী সরকারের বিরুদ্ধে এক টাকা চুরির কেলেঙ্কারি নেই। দুর্নীতিতে তৃণমূল ক্ষয় হয়ে গিয়েছে। যে পার্টি দুর্নীতিতে নিমজ্জিত তারা কী করে অন্য পার্টির দুর্নীতি নিয়ে কথা বলতে পারে?

প্রসঙ্গত, এই প্রথম নয়, দুর্নীতি ইস্যুতে এর আগেও শোভনদেব খোদ নিজের দলকে নিয়েই মন্তব্য করে বিতর্কের সূত্রপাত ঘটিয়েছিলেন। এবার ফের নিজের দলেও চোর আছে বলে বেফাঁস মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর