বায়ো থেকে উধাও তথ্য! সোজা মেটাকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক

বাংলা হান্ট ডেস্কঃ মেটাকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার তৃণমূল সাংসদের আইনজীবী সঞ্জয় বসু এদেশে মেটার গ্রিভ্যান্স অফিসার অমৃতা কৌশিককে আইনি নোটিশ পাঠিয়েছেন। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিশিয়াল ফেসবুক পেজের বায়োতে কাটাছেঁড়া করা হয়েছে। যার তৃণমূল (TMC) সেনাপতির অ্যাকাউন্টে নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে।

৭ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছেন অভিষেক (Abhishek Banerjee)!

মেটা কর্তৃপক্ষকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘অভিষেক ব্যানার্জি অফিশিয়াল’ নামের ফেসবুক পেজের বায়ো থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পরিচয় সরিয়ে দেওয়া হয়েছে। এখন সেখানে শুধু লেখা, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিশিয়াল পেজ। লোকসভার সাংসদ। সর্বভারতীয় সাধারণ সম্পাদক’। ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ অংশটি মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই মর্মে চিঠির সঙ্গে দু’টি স্ক্রিনশটও যোগ করা হয়েছে।

মেটাকে (Meta) পাঠানো আইনি চিঠিতে বলা হয়েছে, ২০১৪ সাল থেকে ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক। সেই সঙ্গেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিজের সোশ্যাল ওয়ার্ক ও মানুষের জন্য কাজ করার নিষ্ঠার মাধ্যমে তাঁর সামাজিক পরিচিতি অনেকখানি বিস্তার লাভ করেছে। ‘অভিষেক ব্যানার্জি অফিশিয়াল’ পেজের মাধ্যমে দেশজুড়ে নিজের পরিচিত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।

আরও পড়ুনঃ পোস্ট অফিস থেকে টাকা উধাও! রেগে আগুন বিচারপতি! কড়া নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট

বর্তমানে প্রায় ২২ লক্ষ মানুষ অভিষেকের অফিশিয়াল পেজ ফলো করেন বলে চিঠিতে দাবি করেছেন তাঁর আইনজীবী। সেখানে লিখেছেন, অভিষেকের (Abhishek Banerjee) বায়োতে ডায়মন্ড হারবারের সাংসদের পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে থাকার কথাও উল্লেখ করা ছিল। তবে গত ১১.০২.২০২৫ তারিখে শুভাকাঙ্ক্ষীদের দ্বারা অভিষেক জানতে পারেন, তাঁর বায়োতে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ অংশটি আর দেখা যাচ্ছে না। শুধুমাত্র ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিশিয়াল পেজ। লোকসভার সাংসদ। সর্বভারতীয় সাধারণ সম্পাদক’ লেখা রয়েছে। এই ধরণের পরিবর্তন তৃণমূল সাংসদের তরফ থেকে করা হয়নি বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

abhishek banerjee

অভিষেকের আইনজীবী চিঠিতে লিখেছেন, ‘নিজের ভেরিফায়েড অফিশিয়াল পেজে (ফেসবুক অনুমোদিত ব্লু টিক রয়েছে) এই ধরণের অবাঞ্ছিত হস্তক্ষেপ গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের শামিল বলে মনে করছে আমার ক্লায়েন্ট… এর ফলে তাঁর রাজনৈতিক সুনাম ক্ষুন্ন হয়েছে‘।

এই বিষয়ে যথাযথ তদন্তের অনুরোধ করেছেন অভিষেকের (Abhishek Banerjee) আইনজীবী। একইসঙ্গে এই ঘটনার নেপথ্যে কারা রয়েছেন তাঁদের চিহ্নিত করার কথাও বলেছেন। পাশাপাশি এই নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে মেটা কর্তৃপক্ষকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। যদি এমনটা না হয়, তাহলে তৃণমূল সেনাপতি আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবেন বলে নোটিশে জানানো হয়েছে। এছাড়া আগামী দিনে এই ধরণের অবাঞ্ছিত নিরাপত্তা লঙ্ঘন রুখতে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটাও মেটা কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর