‘দেশসেবা নয়, রোজগার করতে TMC-র আশ্রয় নেয় পুলিশ’! ভরা মঞ্চে বিস্ফোরক খোদ তৃণমূলেরই সাংসদ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে একাধিক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার উর্দিধারীদের একহাত নিলেন খোদ তৃণমূলের (Trinamol Congress) সাংসদ। সম্প্রতি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বাঁকুড়ার জোড়াফুল এমপি অরূপ চক্রবর্তী (Arup Chakraborty)। মঞ্চে দাঁড়িয়ে দাবি করেন, ‘দেশসেবা করতে নয়, রোজগারের জন্য তৃণমূলে আশ্রয় নেয় পুলিশ’।

উর্দিধারীদের একহাত নিলেন তৃণমূল (Trinamool Congress) সাংসদ!

জানা যাচ্ছে, বিবড়দায় তৃণমূলের (TMC) ‘বিধানসভা ভিত্তিক ভোটার লিস্ট সংশোধনী শিবিরে’র আয়োজন করা হয়েছিল। তবে সেখানে পৌঁছতে বেশ কাঠখড় পোড়াতে হয় বাঁকুড়ার সাংসদকে। অরূপের অভিযোগ, সময়ে শিবিরে পৌঁছনোর বিষয়ে পুলিশি সহযোগিতা মেলেনি। একটি পুলিশ ভ্যান পাঠিয়েই দায় সেরে ফেলা হয়।

এরপর শিবিরে পৌঁছে পুলিশকে একহাত নেন তৃণমূল এমপি। মাইক হাতে অরূপ বলেন, ‘ত্যালড্যাংরা থানার পুলিশ অফিসার এত দাম্ভিক, একজন সাংসদ আপনার এলাকায় আসছে, আর আপনার তাঁকে পৌঁছে দিতে লজ্জা হয়! এরা তৃণমূল কংগ্রেসের বন্ধু নয়, এরা সরকারের বন্ধু নয়… এদের সঙ্গে বেশি বন্ধুত্ব করবেন না… কারণ এরা রোজগার করার জন্য তৃণমূলে আশ্রয় নেয়। এরা দেশসেবা করার জন্য আসেনি’।

আরও পড়ুনঃ দেশজুড়ে প্রতিবাদ! এর মাঝেই WAQF-শুনানিতে কেন্দ্রকে একাধিক নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট

ইতিমধ্যেই অরূপের এই মন্তব্য নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ (Sajal Ghosh) ব্যঙ্গের সুরে বলেন, ‘সত্যিই রাগ হওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একজন সাংসদ। শুধু পিসির ভাইপো বলে তাঁকে ২০টি গাড়ি দেবে! বরানগরের বিধায়ক, তিনি ৪টি গাড়ির পাইলট নিয়ে ঘুরে বেড়ায়। আর এতদিনের রাজনীতি করা একজন সাংসদ, তাঁকে পুলিশ একটু সেলাম করবে না? ঠিকই বলেছেন। পুলিশ এখন বেঁচে আছে, পুলিশ এখন ওদের সঙ্গে আছে শুধু টাকা তোলার জন্য। এই মূর্খদের এটা জেনে রাখা উচিত, পুলিশ যে মুহূর্তে থাকবে না, সেখানে তুমিও থাকবে কি থাকবে না, সেটা নিয়েও সংশয় আছে মানুষের’।

Trinamool Congress MP Arup Chakraborty

অরূপের (Arup Chakraborty) মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষও। তিনি বলেন, ‘অরূপ চক্রবর্তী অক্ষরে অক্ষরে সত্যি কথা বলেছেন। উনি এটা স্বীকার করেছেন যে তৃণমূলে থাকলে টু পাইস উপার্জন হয়। তৃণমূলে থেকে, আশ্রয় নিয়ে রোজগার করা যায়। খালি পুলিশকে দোষ দিয়ে কী লাভ আছে? অরূপ চক্রবর্তী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবাই তো তৃণমূলের আশ্রয়ে রয়েছে দু’পয়সা রোজগার করবে বলেই, নাহলে ভালোবেসে কে আর তৃণমূল করে!’

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X