‘ফ্রড’, কর্মবিরতিতে থেকেও কিভাবে ৩২০০০ করে স্টাইপেন্ড নিলেন জুনিয়র ডাক্তাররা? বড় প্রশ্ন তুলে দিলেন কল্যাণ

বাংলা হান্ট ডেস্কঃ গত ৯ অগস্ট আর জি করে (RG Kar) চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনা! তারপর থেকে টানা কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। বহু আন্দোলন, মিছিল-মিটিং চলে, এরপর একটা বড় অংশই কাজে যোগ দেন। সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে কাজে ফেরেন। তবে শনিবার থেকে ফের চড়তে থাকে পারদ। ফের বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার ধর্মতলায় অনশনে বসেছেন। এবার এই ডাক্তারদের নিয়েই বড় প্রশ্ন তুলে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। যা নিয়ে রাজ্য-রাজনীতিতে রীতিমতো তোলপাড়।

কাজ না করেও কিভাবে স্টাইপেন্ড? প্রশ্ন কল্যাণের

জুনিয়র ডাক্তাররা একদিকে কর্মবিরতিতে অংশ নিলেন। অন্যদিকে আবার স্টাইপেন্ডও নিলেন। এটা কোন যুক্তিতে করা হল? আবার তারা সই করলেন হাজিরা খাতাতেও। এসব কিভাবে সম্ভব?‌ এই প্রশ্ন তুলেই শোরগোল ফেলে দিলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার কোন্নগর নবগ্রামে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণবাবু। সেখানে অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই কর্মবিরতিতে থাকা ডাক্তারদের উদ্দেশে বড় প্রশ্ন ছুঁড়ে দিলেন সাংসদ।

বললেন, ‘‌ডাক্তারবাবুরা কাজে যোগ দিয়েছেন ভালো কথা। কিন্তু এখানে আমার প্রশ্ন, ওনারা টানা ৫৯ দিন ধরে কর্মবিরতি করলেন। আবার ৩২ হাজার টাকা করে স্টাইপেন্ডও নিলেন। এটা কিভাবে করা হল?‌ কাজ করলেন না অথচ হাজিরা খাতায় সই করলেন!‌ এটা তো ফ্রড জালিয়াতি। মানুষ জানুক একথা।’ মূলত কাজ না করেও বেতন নেওয়ার বিষয়টি নিয়ে আওয়াজ তোলেন তৃণমূল সাংসদ।

প্রসঙ্গত, আর জি কর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকে ক্ষোভে ফেটে পড়েছে চিকিৎসক সমাজ। নিজেদের নিরাপত্তা সহ কয়েক দফা দাবিতে অনড় তারা। আর জি করের পর সাগর দত্ত হাসপাতালে রোগীর পরিবারের হাতে জুনিয়র ডাক্তারদের নিগ্রহের ঘটনাকে হাতিয়ার করে এবারও নানা দাবি তুলেছেন জুনিয়র ডাক্তাররা।

এই নিয়েই ঝাঁঝালো ভাষায় কল্যাণের আক্রমণ, ‘বিপ্লবের নামে বাংলার মানুষের সঙ্গে তঞ্চকতা করলেন, এটা মেনে নেওয়া সম্ভব না। এটা কী ধরনের কর্মবিরতি হচ্ছে? কাজও করব না, আবার স্টাইপেন্ডও নেব।” কল্যাণবাবুর সাফ বক্তব্য, “এটা ফ্রড। মানুষ জানুক একথা। আপনারা ক্রাইম সিনের ব্যাপারে অনেকেই অনেক কথা বলেছেন। যদি আপনারা জেনেই থাকেন তাহলে সিবিআইকে গিয়ে বলবেন।”

Junior Doctors

আরও পড়ুন: সরকারি চাকরিতে অনীহা! উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে ধাক্কা! পুজোর আবহেই বড় খবর

জুনিয়র ডাক্তারদের নিশানা করে কল্যাণবাবু আরও বলেন, “আমার একটা প্রশ্ন রয়েছে। সিবিআই কি সত্যি সত্যিই তদন্ত করছে নাকি সবটাই একপেশে! কারা সেমিনার হলের নিয়ন্ত্রণ নিয়েছিল সিবিআই সেই উত্তরটা অন্তত খুঁজে বের করুক। আমরা নাহয় দলের প্রতি কমিটেড। আপনারা তো মানুষের প্রতি কমিটেড। সেই কমিটমেন্টটা মানুষের কাছে আপনারা রাখলেন কোথায়?” প্রশ্ন তুলে দিলেন তৃণমূল সাংসদ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর