‘জোড়াফুল মুছে দেব” প্রচারে বেরিয়ে বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়! ভাইরাল হল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ ২৭ মার্চ রাজ্যে প্রথম দফার নির্বাচন হতে চলেছে। প্রথম দফায় ৩০ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। প্রথম দফায় জেলা ভিত্তিক যেভাবে নির্বাচন হবে …  পূর্ব মেদিনীপুরের ৭ টি আসনে নেওয়া হবে ভোট। আসন গুলি হল …এগরা, পটাশপুর, রামনগর, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, খেজুরি, ভগবানপুর। পশ্চিম মেদিনীপুরের ৬ টি আসনে নেওয়া হবে ভোট। আসন গুলি হল … শালবনি, কেশিয়াড়ি, খড়গপুর গ্রামীণ, গড়বেতা, দাঁতন, মেদিনীপুর।

পুরুলিয়ার ৯ টি আসনে নেওয়া হবে ভোট। আসন গুলি হল … রঘুনাথপুর, বান্দোয়ান, পাড়া, বলরামপুর, কাশীপুর, বাঘমুণ্ডি, মানবাজার, জয়পুর, পুরুলিয়া। ঝাড়গ্রামের ৪ টি আসনে নেওয়া হবে ভোট। আসন গুলি হল … বিনপুর, নয়াগ্রাম, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর। বাঁকুড়ার ৪ টি আসনে নেওয়া হবে ভোট। আসন গুলি হল … রাইপুর, শালতোড়া, রানিবাঁধ, ছাতনা।

প্রথম দফার নির্বাচনের আগে সব রাজনৈতিক দল গুলোই প্রচারে নেমেছে। কোথাও জনসভা আবার কোথাও চলছে রোড শো। এছাড়াও দলীয় প্রার্থীর সমর্থনে দলের সাংসদরাও প্রচারে নেমে পড়েছে। সেই ক্রমে দলীয় প্রার্থীর প্রচারে নামতে দেখা গিয়েছে তৃণমূলের প্রবীণ নেতা তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

কল্যাণবাবুকে ওই ভিডিওতে মুখ ফসকে বলে দেখা যাচ্ছে যে, ‘জোড়াফুল মুছে দেব”। যদিও তিনি তৎক্ষণাৎ নিজের ভুল শুধরে নেন আর বলেন, পদ্মফুল মুছে দেব। কিন্তু ওনার পিছনে থাকা তৃণমূলের কর্মীরা ওনার ভুল স্লোগানকে আওরে বলতে থাকেন ‘জোড়াফুল মুছে দেব।” যদিও কল্যাণবাবু তাঁদেরকে হাত দিয়ে ইশারা করে জোড়াফুল মুছে দেব স্লোগান দিতে না করেন।

তৃণমূলের সাংসদের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দুরন্ত গতিতে ভাইরাল হচ্ছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর