বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। যা নিয়ে জোর বিতর্ক হয়। দলের সাংসদের পাশে দাঁড়ানো তো দূর, উল্টে তৃণমূল স্পষ্ট জানায়, ‘সাংসদ সৌগত রায়ের (Saugata Roy) মন্তব্য তৃণমূলের (Trinamool Congress) মতামত নয়’। সেই ইস্যুর রেশ কাটতে না কাটতেই না ফের বড় মন্তব্য করলেন এই প্রবীণ রাজনীতিক। তিনি বলেন, ‘পিকচার অভি বাকি হ্যায়’।
‘সিঁদুর’ বিতর্কের পর কী বললেন সৌগত (Saugata Roy)?
শুক্রবার কেন্দ্রীয় সরকারের কাছে সংসদে বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই দাবিকে ‘সঙ্গত’ তকমা দিয়ে সৌগত বলেন, ‘দেশের নেত্রী হিসেবে মমতা সঙ্গত দাবি তুলেছেন। অধিবেশন হওয়া দরকার। যুদ্ধের সময় কোনও বিরোধীই রাজনীতি করেনি। কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে রাহুল গান্ধী। তৃণমূল কংগ্রেসও দাঁড়িয়েছিল। তবে এখন অনেক প্রশ্ন তুলছে। প্রশ্ন রয়েছে সেই জন্য বিরোধীরা তুলছে’।
তৃণমূল (TMC) সাংসদের মতে, ‘পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে, সেটা এক কথায় গোয়েন্দা ব্যর্থতা। এই নিয়ে কথা হবে না?’। তিনি মনে করেন, সুরক্ষা ইস্যুতে একাধিক প্রশ্ন জমা হয়েছে। সেসব নিয়ে সংসদে কথা বলার প্রয়োজন আছে। প্রবীণ নেতা এদিন স্পষ্ট জানান, দেশের প্রশ্নে পাশে রয়েছি। তবে স্বরাষ্ট্র দফতরের ব্যর্থতা নিয়ে অবশ্যই কথা হবে।
আরও পড়ুনঃ ৪ জুন ভোট ঘোষণা! নির্বাচনে স্থগিতাদেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট
‘ঝড়ে’র ইঙ্গিত দিয়ে সৌগত বলেন, ‘দেশের প্রশ্নে পাশে আছি। তবে স্বরাষ্ট্র দফতরের ব্যর্থতা নিয়ে অবশ্যই আলোচনা হবে। সংসদে অনেক ঝড় উঠবে। পিকচার অভি বাকি হ্যায়’।
উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পাল্টা অপারেশন সিঁদুর চালায় ভারত। এর মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় এদেশের সেনা। এই সামরিক অভিযান নিয়েই সম্প্রতি বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন সৌগত রায় (Saugata Roy)। প্রবীণ সাংসদের মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হতেই নিজেদের অবস্থান স্পষ্ট করে তৃণমূল। সেই ইস্যু কিছুটা ঠাণ্ডা হতেই ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন এই নেতা। এবার ‘ঝড়ে’র ইঙ্গিত দিলেন তিনি।