বাংলাহান্ট ডেস্ক : জমি সংক্রান্ত বিবাদের জেরে রীতিমত সংঘর্ষে জড়ালো দুই ভাই। সেই সংঘর্ষ পৌঁছালো বোমাবাজিতে। বোমাবাজির মধ্যে পড়ে হাত উড়ে গেল বাবার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের (Krishnanagar) কোতোয়ালি থানা এলাকায়। জানা গেছে, এই দুই ভাই ভালুকা পঞ্চায়েতের তৃণমূল (TMC) সদস্য। বোমাবাজিতে আহত ব্যক্তিকে ভর্তি করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে (Satkinagar District Hospital)।
জখম ব্যক্তির চিকিৎসা চলছে বর্তমানে। অন্যদিকে, আজ রাজ্যে জোড়া খুন নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। দুই ক্ষেত্রেই নিশানায় তৃণমূল নেতারা। একটি হত্যাকাণ্ড ঘটেছে কোচবিহারের শীতলকুচিতে। দুষ্কৃতীরা তৃণমূল পঞ্চায়েত সদস্যা, তার স্বামী ও এক মেয়েকে ঘরে ঢুকিয়ে কুপিয়ে খুন করে। তাদের অপর মেয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
অপর হত্যাকান্ডটি ঘটেছে নদিয়ার হাঁসখালিতে। প্রকাশ্য বাজারে তৃণমূলের অঞ্চল সহ সভাপতিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করে দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, রামনগর বড় চুপড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চল সহ সভাপতি আমোদ আলি বিশ্বাস একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। পাঁচ জনের দুষ্কৃতী দল হঠাৎ তাকে ঘিরে ফেলে।
আমোদ আলি বিশ্বাস এরপর সেখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করেন। এরপর দুষ্কৃতীরা তাকে ধাওয়া করে খুব কাছ থেকে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এই তৃণমূল নেতার। প্রকাশ্য বাজারে এই হত্যাকাণ্ডের ফলে দিশাহারা হয়ে পড়েন সাধারণ মানুষ। ছুটে সবাই বাজার থেকে পালিয়ে যান। খুন করার পর দুষ্কৃতীরাও সেখান থেকে চম্পট দেয়। একই দিনে রাজ্যে দুই তৃণমূল নেতা খুনের ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।