৪ লাখ ঘুষ দিয়ে ফোর পাশ স্ত্রীকে চাকরি! TMC প্রধানের অফিসে তালা ঝোলালেন দলীয় কর্মীরাই

বাংলাহান্ট ডেস্ক : নিজের স্ত্রীকে ঘুষ দিয়ে চাকরি করে দিয়েছেন। অভিযোগের তির তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধানের (Panchayat Pradhan) বিরুদ্ধেই। এই ঘটনার প্রতিবাদে পঞ্চায়েত অফিসের (panchayat office) সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মী-সমর্থকরাই। এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার সবং ব্লকের ৩ নম্বর দাঁররা অঞ্চলে।

তৃণমূল কর্মীদের অভিযোগ, ৩ নম্বর দাঁররা অঞ্চলের প্রধান শঙ্কর লায়া মোটা টাকা ঘুষ দিয়ে নিজের স্ত্রীকে গ্রাম পঞ্চায়েত অফিসে ট্যাক্স কাটার চাকরি পাইয়ে দেন। এই খবর প্রকাশ্যে আসতেই স্থানীয় তৃণমূল কর্মীরা অঞ্চল অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারপরই অঞ্চল অফিসে লাগিয়ে দেওয়া হয় তালা। অবশেষে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় সবং থানার পুলিশ আধিকারিকরা।

অপরদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ এক বাক্যে অস্বীকার করেছেন তৃণমূলের অঞ্চল প্রধান শঙ্কর লায়া। তাঁর দাবি, ‘যারা বিক্ষোভ করছে তাঁরা দলের কর্মী কিনা আমি সেটা ঠিক বলতে পারছি না। কিছুজন বিক্ষোভ দেখিয়েছেন বলে আমার কাছে খবর এসেছে। যারা এসব অভিযোগ করছেন, তা সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। বাকিটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রশাসন বুঝে নেবে।’ নতুন করে দুর্নীতির এই খবরে বেশ বিপাকে পড়ল শাসক দল। এমনই মত ওয়াকিবহাল মহলের।

এদিনের ঘটনায় এলাকার তৃণমূল কর্মী সুখদেব প্রমানিক সংবাদমাধ্যমকে জানান, ‘আমাদের পঞ্চায়েত প্রধান ২ কোটি টাকা চুরি করেছে। ওর বউ ক্লাস ফোর পাশ। কিন্তু, ওকে পঞ্চায়েতের ট্যাক্স কাটার চাকরি দিয়েছে। চার লক্ষ টাকা ঘুষ দিয়েছে। বেআইনিভাবে পুরো নিয়োগ হয়েছে। আজ এই কারণেই আমরা বিক্ষোভ দেখিয়েছি। আমরা সকলেই তৃণমূল করি। আমরা চাই ওই পদে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হোক। সহজ কথায় দুর্নীতিমুক্ত তৃণমূল চাইছি আমরা।’


Avatar
Sudipto

সম্পর্কিত খবর