বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই রাজনৈতিক হিংসার খবর চারিদিক থেকেই উঠে আসছে। বিরোধী দলের কর্মীদের উপর অত্যাচার থেকে শুরু করে তাঁদের বাড়িছাড়া করা এখন ‘আম” ব্যাপার হয়ে উঠেছে। যদিও এরপরেও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি, এগুলো সব বিরোধীদের রটনা। আর এরই মধ্যে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের একটি ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে, যা নিয়ে ফের বিরোধীদের নিশানায় চলে এসেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের তৃণমূল পঞ্চায়েত প্রধান মোদাসের হোসেনকে ISF এর সমর্থকদের হুমকি দিতে দেখা যাচ্ছে ওই ভিডিওতে। মোদাসের হোসেন আব্বাস সিদ্দিকীর দলের সমর্থকদের হুমকি দিয়ে বলছেন, তাঁরা যদি তৃণমূলে যোগ না দেন তাহলে ১০০ দিনের মধ্যে তাঁদের পরিণাম ভুগতে হবে। মোদাসের হোসেন বলেন, ‘পরিস্কার ভাবে ঠাণ্ডা মাথায় বলছি, দ্বিতীয়বার আর বলব না। অন্যান্য জায়গার মতো এখানে তোমাদের উপর অত্যাচার হয়নি। তাই আমাদের দলের কর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করো। আমাদের দলে এসে যোগ দেও।”
TMC Panchayat Pradhan threatens ISF workers if they don't join TMC they will not be allowed in 100 days job. Bangor is the only seat which ISF won in 21 assembly elections. pic.twitter.com/1ZWcNL5xED
— Anupam Mishra (@Anupammishra777) June 15, 2021
মোদাসের হোসেন যখন এই বক্তব্য পেশ করছিলেন, তখন ওনার পাশে বসেছিলেন ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। বলে দিই, ভাঙড়ে এবার আরাবুল ইসমালের টিকিট পাওয়ার কথা ছিল। কিন্তু ওনার বদলে তৃণমূলের তরফ থেকে অন্য কাউকে টিকিট দেওয়া হয়। আর এরপরেই আরাবুল ইসলাম নিজের কর্মী-সমর্থকদের নিয়ে নিজেরই পার্টি অফিসে ভাঙচুর চালান। এবং টিকিট না পাওয়ার কারণে মিডিয়ার সামনে কেঁদেও ফেলেন।
এবার গোটা রাজ্যে তৃণমূল ব্যাপক হারে জিতলেও, ভাঙড়ে তাঁদের হার হয়েছে। ভাঙড়ে এবার জয় হাসিল করতে সক্ষম হয়েছে সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। গোটা বাংলায় একমাত্র এই আসনেই জয় পেয়েছে সংযুক্ত মোর্চা। আইএসএফ-র ঝুলিতে একটি আসন গেলেও, সংযুক্ত মোর্চার আরও দুই শরিক দল কংগ্রেস এবং সিপিএমকে খালি হাতেই ফিরতে হয়েছে।
এই ভিডিও ভাইরাও হওয়ার পর মোদাসের হোসেনকে যখন চারিদিকে বিতর্কের ঝড় উঠেছে। তখনও মোদাসের হোসেন নিজের মন্তব্যে অনড়। তিনি জানিয়েছেন, ভুল কিছু বলিনি সবাইকে একসঙ্গে কাজ করার কথা বলেছি শুধু।