বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত কে দল থেকে তাড়ানোর প্রস্তুতি নিচ্ছে তৃণমূল

বাংলা হান্ট ডেস্ক: বিধাননগরের মেয়র পদ থেকে সরিয়ে দেওয়া হবে সব্যসাচী দত্তকে, এবিষয়ে আরো এক কদম পা বাড়ালো তৃণমূল। সূত্রে খবর, বিশেষ বৈঠক হয়েছে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ও কাউন্সিলরদের সঙ্গে। এই বৈঠকের পর ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে সব্যসাচীর কাজ সামলাতে বলা হয়েছে।

বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্ত লোকসভা ভোটের আগে থেকেই নিজের বিভিন্ন বিতর্কিত মন্তব্যের দ্বারা বারবার অস্বস্তিতে ফেলেছেন দলকে। তার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নিতে রবিবার তৃণমূল ভবনে ফিরহাদ হাকিম বৈঠকে বসেন বিধাননগরের কাউন্সিলরদের সঙ্গে। সেখানে আমন্ত্রণ জানানো হয়নি সব্যসাচীকে। বৈঠক শেষে ফিরহাদ বেশি কিছু না জানিয়ে, বলেন, ‘কাউন্সিলরদের মত জেনেছি। এ বার তা জানাব দলনেত্রীকে।’

তবে এও জানা গেছে যে, বৈঠক থেকেই ফিরহাদ ফোন করে সব্যসাচীকে জানিয়েছেন, আপাতত কিছুদিন তাঁকে যেতে হবে না পুরসভায়। দলীয় সূত্রে খবর এই বৈঠকে অধিকাংশ কাউন্সিলরই সব্যসাচীর বিরুদ্ধে তাদের বক্তব্য রেখেছেন।

সম্পর্কিত খবর