বাংলাহান্ট ডেস্কঃ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জন দেবকে (Debanjan Deb) নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। তৃণমূলের একাধিক নেতাদের সঙ্গে দেবাঞ্জন দেবের ছবি প্রকাশ করে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিল বিজেপি। এরই মধ্যে বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, বিজেপি ও অন্যান্য পার্টির সঙ্গে খুব শীঘ্রই দেবাঞ্জন দেবের ছবি দেখা যাবে।
মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন সবুজ শিবিরের জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)। বৈঠকে তিনি দুটি ছবি প্রকাশ করেন সাংবাদিকদের সামনে। সেখানে একটিতে দেখা যায় দেবাঞ্জনের দেবের সঙ্গে রয়েছে তাঁর নিরাপত্তা রক্ষী এবং অন্য ছবিতে ওই নিরাপত্তারক্ষীকেই দেখা যায় সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে।
দ্বিতীয় ছবি দেখিয়ে সুখেন্দুশেখর রায় বলেন, ‘এই ছবিটা দেখে কাউকে চিনতে পারছেন? কাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন দেবাঞ্জনের দেবের নিরাপত্তারক্ষী? মাননীয় রাজ্যপাল ও তাঁর আত্মীয়দের সঙ্গে বেশ হাসি মুখেই দেখা যাচ্ছে দেবাঞ্জনের নিরাপত্তা রক্ষীকে’।
এরপরই সুখেন্দুশেখর রায় দাবি করেন, ‘মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন এই ভুয়ো টিকাকান্ডের সঙ্গে যারা যুক্ত, তাঁদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। তবে শোনা গিয়েছে, দেবাঞ্জন নিজের নিরাপত্তারক্ষীর সাহায্যে কোন এক ব্যক্তির মাধ্যমে মাঝে মধ্যেই খাম ও বিশেষ উপহার পাঠাতেন রাজ্যপালকে। তদন্তকারীদের সামনে এই বিষয়টি নিয়ে আসব আমরা। তবে যদি প্রমাণ হয়, যে এই প্রতারকদের সঙ্গে রাজ্যপালের সঙ্গে যোগাযোগ রয়েছে, তাহলে তা দেশবাসী তথা দেশের পক্ষে খুবই ভয়ঙ্কর হবে’।