পশ্চিম মেদিনীপুর :- ভোটের দিন খড়গপুরে কেন রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ তা নিয়ে অভিযোগ তুলেছে তৃণমূল। পালটা দিলীপ ঘোষের বক্তব্য, আমি এখানকার সাংসদ। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে, অনুমতি নিয়েই এখানে আছি।
খড়গপুর উপনির্বাচনের দিন হাজির হয়েছেন বিজেপি সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষl তাঁর এই হাজির থাকা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে খড়গপুরেl তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকারের অভিযোগ একজন এমপি ভোটে থেকে এলাকার মানুষকে প্রভাবিত করছে, যে এখানকার লোক নয়, বহিরাগতl এই অভিযোগের প্রেক্ষিতে রাজনীতি সরগরমl
যদিও এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের বক্তব্য, আমি একজন এমপি, এখানে বহু মানুষ রয়েছে যারা এখানকার বাসিন্দা নয়, রয়েছে ভোটের জন্য বিভিন্ন পুলিশ ও সরকারি কর্মচারী তারাও এখানকার নয়, তার ক্ষেত্রে সমস্যা হচ্ছে না, তো আমি এলাকার সাংসদ হিসেবে নিজের ভবনে থাকলে অসুবিধা কোথায়? আমি এখানে আমার ভবনে থাকার জন্য যা যা কাগজপত্র লাগে সমস্ত কাগজপত্র জমা দিয়েছি সদর মহকুমা শাসককেl এরপরও আমার বিরুদ্ধে অভিযোগ তোলা, মনে হয় রাজনীতি করছে তৃণমূল।