‘খেলা শুরুর আগেই ভয় পেয়েছে” অভিষেকের আগে ত্রিপুরায় পৌঁছে বিজেপিকে কটাক্ষ ডেরেকের

বাংলা হান্ট ডেস্কঃ ত্রিপুরায় আইপ্যাক (ipac) কর্মীদের হোটেলে আটকে রাখা নিয়ে এই মুহূর্তে রীতিমতো শাসক-বিরোধী তরজা শুরু হয়েছে তৃণমূল (TMC) এবং বিজিপির (BJP) মধ্যে। একদিকে যেমন ত্রিপুরা সরকার তরফে জানানো হয়েছে, রুটিন চেক আপের জন্যই প্রশান্ত কিশোরের ২৩ জন আইপ্যাক কর্মীকে হোটেলে রেখেছিল পুলিশ। কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পর তাদের ছেড়ে দেবার অনুমতি দেওয়া হয়। তাই প্রশাসন প্রশাসনের নিয়ম মতোই কাজ করেছে। অন্যদিকে তেমনি এই ঘটনাকে রীতিমত নিন্দনীয় বলে কটাক্ষ করেছে তৃণমূল।

ইতিমধ্যেই তৃণমূল তরফে বাংলা থেকে ব্রাত্য বসু (Bratya Basu ), মলয় ঘটক (Malay Ghatak ) এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Retabrata Bandopadhyay ) প্রতিনিধিদলকেও পাঠানো হয়েছে ঘটনা খতিয়ে দেখার জন্য। আর তাদের বিরুদ্ধেও যথেষ্ট সরব হয়েছে বিজেপি। একদিকে যেমন বিজেপি ভয় পাচ্ছে বলে কটাক্ষ করেছেন ব্রাত্য,তেমনই অন্যদিকে তাদের বহিরাগত বলে সুর চড়িয়েছে গেরুয়া শিবিরও। সবমিলিয়ে ঘটনার তাপ উত্তাপ যে এখন চরমে এ নিয়ে কোন সন্দেহ নেই।

এরই মাঝে আজ আগরতলায় পৌঁছালেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) এবং কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghoshdostidar )। বৃহস্পতিবার আগরতলায় নেমেই বিজেপির উদ্দেশ্য সুর চড়ান ডেরেক। তিনি বলেন, “শুধু এখানে নয়, সারাদেশে মোদী-শাহ যা শুরু করেছেন, তা অত্যন্ত গুরুতর।” এরই সাথে তার সংযোজন, “এখনও তো ম্যাচ তো শুরু হয়নি। তাতেই ভয় পাচ্ছে?” শুধু তাই নয় এদিন আরও একবার নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং অমিত শাহের (Amit Shah) ভোট চলাকালীন বারবার বাংলা সফরকে কটাক্ষ করেন ডেরেক। তার মতে বাংলায় “ডেইলি প্যাসেঞ্জারি” করেও বিজেপিকে জেতাতে পারেনি মোদী-শাহ জুটি, সেই কারণেই ত্রিপুরায় তৃণমূলকে আটকানোর চেষ্টা চলছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই বিজেপি তরফে জানানো হয়েছে কোভিড বিধি অমান্য করে ত্রিপুরার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন আইপ্যাক কর্মীরা, তাই তাদের বিরুদ্ধে মহামারী আইনে মামলা রুজু করবে প্রশাসন। যদিও এই ঘটনাকে নিন্দনীয় বলে উল্লেখ করে তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন সিপিআইএম নেতা মানিক সরকারও। এখন আগামী দিনে এই ঘটনা কোন দিকে মোড় নেয়, সে দিকেই নজর থাকবে সকলের।

 


Abhirup Das

সম্পর্কিত খবর