‘জয় শ্রী রামের’ জবাব দিতে প্রধানমন্ত্রীর ঠিকানায় ১০,০০০ পোস্টকার্ড পাঠাচ্ছে তৃণমূল

 

বাংলা হান্ট ডেস্ক: ‘জয় হিন্দ’, ‘বন্দেমাতরম’, ‘জয় বাংলা’ লেখা হলো পোস্টকার্ডে। ‘7 লোক কল্যাণ মার্গ, নিউ দিল্লি’, দেশের প্রধানমন্ত্রী ঠিকানায় চিঠি পাঠাচ্ছেন তৃণমূল সমর্থকরা। দক্ষিণ দমদম পৌরসভার তৃণমূল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও গৌতম হালদার এমনই কর্মসূচি নিয়েছেন বলে জানা গেছে।

 

জয়শ্রীরাম স্লোগান নিয়ে এই মুহূর্তে রাজ্য-রাজনীতি সরগরম। মমতা বন্দ্যোপাধ্যায় মেজাজ হারিয়েছিলেন চন্দ্রকোনা, জগদ্দল ও নৈহাটিতে BJP-র জয় শ্রী রাম ধ্বনিতে। ফেসবুকে তিনি সরবও হন 2শরা জুন তারিখে। এরপরই গতকাল ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং, মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় পাঠান জয় শ্রী রাম লেখা পোস্টকার্ড। অর্জুনের ‘পালটা’ হিসেবে আজ তৃণমূল পোস্টকার্ড পাঠানো শুরু করল প্রধানমন্ত্রীর ঠিকানায়।

b7f4b img 20190604 wa0056

তৃণমূল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “BJP ঠিক করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর জয়শ্রীরাম ধ্বনি দিয়ে ঝাপিয়ে পড়ে। কিন্তু, আমরা অর্জুন সিং, বাবুল সুপ্রিয়দের মতন নই, সরাসরি প্রধানমন্ত্রীর বাসভবনে ঠিকানায় এই চিঠি পাঠাচ্ছি।”


সম্পর্কিত খবর