২৪-এ ‘ইন্ডিয়া’ লড়বে! পাশে তৃণমূল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমাদের কিছু চাওয়ার নেই: মমতা

বাংলা হান্ট ডেস্কঃ আজ ২১ জুলাই, তৃণমূলের শহীদ দিবস (TMC Shahid Diwas)। এবছর ৩০ বছরে পদার্পণ করেছে ২১ জুলাই শহিদ তৰ্পন অনুষ্ঠান। মহানগরীর বুকে ঢল নেমেছে জোড়াফুলের সমর্থকদের। পঞ্চায়েত ভোট আর বিরোধী জোটের পর সকলেরই নজর ছিল আজকের এই সমাবেশের দিকে। তবে পঞ্চায়েত ভোটের চেয়ে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের কথায় বেশি উঠে এল বাংলার মুখ্যমন্ত্রীর গলায়।

ঠিক কি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো? এদিন মঞ্চে উঠেই অভিষেক বন্দোপাধ্যায়ের মতোই বিজেপিকে লাগাতার আক্রমণ শানান নেত্রী। ১০০ দিনের কাজ থেকে শুরু করে ইডি, সিবিআই এর সক্রিয়তা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ‘ইন্ডিয়া’ জোটের প্রশংসায় পঞ্চমুখ মমতা।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে জোটের ভবিষ্যৎবাণীও করে দিলেন মমতা। তিনি বলেন, “এই বৃষ্টিই বলে দিচ্ছে আগামী ২৪ এ নতুন ‘ইন্ডিয়া’র সৃষ্টি হবে।” মমতার কথায়, “২৪ এ ‘ইন্ডিয়া’ লড়বে! পাশে তৃণমূল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমাদের কিছু চাওয়ার নেই।”

mamata abhishek

মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, আসন্ন লোকসভায় বিজেপি হারবেই। অন্যদিকে, ভাষণের শুরুতেই ধিক্কার দেন বিজেপির বেটি বাঁচাও, বেটি পড়াও স্লোগানকে। মণিপুর ইস্যু তুলে মমতার মন্তব্য, কোথায় গেল আপনাদের বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান?

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর