ধনখড় দূরের কথা, আলভাকেও ভোট দেবে না তৃণমূল! ঘোষণা অভিষেক ব্যানার্জির

বাংলাহান্ট ডেস্ক : উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice Presidential Election) ভোটদানে করবে না তৃণমূল (TMC)। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এ কথা ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, তৃণমূল নেত্রীর সঙ্গে ৮৫ শতাংশ তৃণমূল সাংসদ বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে তাঁরা মমতাকে জানিয়েছেন, আলোচনা না করেই বিরোধী প্রার্থী ঠিক করা হয়েছে। তাই ভোটদান থেকে তাঁরা সরে দাঁড়াতে চান।

অভিষেকের কথায়, এনডিএ প্রার্থীকে সমর্থন করার তো প্রশ্নই ওঠে না। আবার বিরোধী প্রার্থী কে হবেন, সেই সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা না করেই নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘এনডিএ যাঁকে প্রার্থী করেছে, সেই জগদীপ ধনখড়ের কী দৃষ্টিভঙ্গি ছিল সবাই দেখেছেন। তাই এ নিয়ে আজ আর কোনও মন্তব্য করব না। কিন্তু যে ভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে তা ঠিক হয় নি।’ তিনি আরও জানান, তৃণমূলের প্রায় সমস্ত সাংসদই এই ভোটদান প্রক্রিয়া থেকে বিরত থাকার পক্ষে মত দিয়েছেন।

অভিষেক আরও বলেন, ‘মমতার সঙ্গে মার্গারেট আলভার সম্পর্ক ভাল। কিন্তু হঠাৎ করেই প্রার্থী নির্বাচন করা হয়েছে। কংগ্রেস থেকে বৈঠক কী ভাবে শরদ পওয়ারের বাড়িতে গেল তা আমাদের জানা নেই? আমাদের ভাবনাতেও চার পাঁচটি নাম ছিল। আমাদের কারও নামে কোনও সমস্যা নেই। কিন্তু যে ভাবে প্রার্থী ঠিক করা হয়েছে তা ঠিক নয়।’

প্রসঙ্গত, আগামী ৬ অগস্ট ভারতে উপরাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনে এনডিএ শিবির প্রার্থী মনোনীত করেছে জগদীপ ধনখড়কে। এই মনোনয়ন পাওয়ার অব্যবহিত পরেই বাংলার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন ধনখড়। গত ১৯ জুলাই উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন মার্গারেট আলভা।


Sudipto

সম্পর্কিত খবর