ফের নিয়োগ দুর্নীতি! গ্রুপ ‘ডি’-র অযোগ্য তালিকায় নাম শিলিগুড়ি TMC-র যুব সহ-সভাপতির

বাংলা হান্ট ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি (Group D) চাকরির অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে কমিশন। সেই তালিকায় নাম রয়েছে শিলিগুড়ির (Siliguri) এক তৃণমূল নেতার। তিনি আবার কোনও সাধারণ নেতা নন, বরং তৃণমূলের (TMC) টাউন সহ সভাপতি। সেই ব্যক্তির নাম অর্বিন রায়। তিনি আবার শিলিগুড়ির এক কাউন্সিলারের অত্যন্ত ঘনিষ্ঠ। এই তৃণমূল নেতা যে স্কুলে কর্মরত, সেই স্কুলের পরিচালন সমিতির সভাপতি হলেন নির্নয় রায়। যিনি আবার তৃণমূলের যুব কংগ্রেসের জেলা সভাপতি।

গ্রুপ ডি নিয়োগে ১ হাজার ৬৯৪ জন অযোগ্য প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় রয়েছে শিলিগুড়ি ৭ জনের নাম। এই ৭ জনের মধ্যে একজন হলেন অর্বিণ রায়। ২০১৮ সালে অর্বিন শিলিগুড়ির মিলনপল্লীর ফণিভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে গ্রুপ ডি-র কাজে যোগ দেন। জানা যাচ্ছে, অর্বিন ২১ নম্বর ওযার্ডের কাউন্সিলর তথা রাজ্য যুব তৃণমূলের অন্যতম নেতা কুন্তল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত।

t

এই ঘটনা সামনে আসতেই শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এদিকে অর্বিনের দাবি, তালিকায় তাঁর নাম থাকায় তিনিও নাকি অবাক হয়ে গিয়েছেন। তিনি বলেন, ‘অবৈধ নিয়োগের তালিকায় আমার নাম দেখে অবাক হচ্ছি। চাকরি পাওয়ার প্রয়োজনীয় সমস্ত নথিপত্রই আমার কাছে রয়েছে।’ এই প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলর কুন্তল রায় মেনেও নিয়েছেন যে, ছাত্র রাজনীতি করার সময থেকে অর্বিন আমাদের সঙ্গে রয়েছেন। আমি যুব সভাপতি থাকার সময় অর্বিন টাউন ব্লকের সহ-সভাপতি ছিলেন। অবশ্য নিয়োগে দুর্নীতির অভিযোগের বিষয়ে কিছুই বলেন নি তিনি। তাঁর দাবি, ‘নিয়োগে অনিয়ম হলে আইন আইনের পথে চলবে।’

অর্বিন রায় যে স্কুলে গ্রুপ ডি পদে কর্মরত, সেই স্কুলের পরিচালন সমিতির সভাপতি নির্ণয় রায়। নির্ণয় যুব তৃণমূলের জেলা সভাপতি। তিনি স্বীকার করেছেন অর্বিনের সঙ্গে শাসক দলের ঘনিষ্টতা রয়েছে। তবে সেই যোগেই এই চাকরি বলে বিরোধীরা যে অভিযোগ তুলছে তা অবশ্য মানতে চান নারাজ তিনি। এই বিষয়ে নির্ণয় রায় বলেন, ‘দল এই দুর্নীতিকে প্রশ্রয় দেবে না।’


Sudipto

সম্পর্কিত খবর