ব্রণ কমাতে রোজ নিয়ম করে মুখে মাখুন ঘরে থাকা শ্বেত চন্দন

Published On:

বাংলাহান্ট ডেস্ক :গরমে একটা বেশি সমস্যা হলো মুখে ফুসকুড়ি বা ব্রণ হওয়া। আর এই ব্রণ দূর করার জন্য আমরা টিভিতে দেখা বিজ্ঞাপন দেখে হাজার হাজার টাকা খরচ করে দামি দামি বিউটি প্রোডাক্ট কিনি। কিন্তু ঘরে থাকা একটা প্রাকৃতিক জিনিসের মাধ্যমে আমরা সহজেই দূর করতে পারি ব্রণ। ঘরে থাকা চন্দন বেটে আমরা ভালো করে মুখে লাগাতে পারি ঘন্টা খানেক এই সাদা চন্দন দুই বেলা মুখে মাখলে ত্বক ঠান্ডা থাকবে আর ত্বকের ফুসকুড়ি আর ব্রণ এসব কমে যাবে। তাই আমাদের উচিত রোজ নিয়ম করে এই বিশেষ প্রাকৃতিক উপাদান মুখে মাখা তাতে আমাদের ত্বকও ভালো থাকবে। আর ত্বকের উজ্জ্বল ভাব বজায় থাকবে।

ত্বক ভালো রাখতে মেনে চলুন এসব নিয়ম 

ত্বক ভালো রাখার জন্য হাতে রাখুন কিছু সময়। আর মেনে চলুন এসব নিয়ম। প্রথমেই ত্বক ভালো রাখতে রোজ পর্যাপ্ত পরিমানে জল খান, রোজ নিয়ম করে খাবার খান। মুখে আমরা যত্ন নেওয়ার জন্যে বেশ নানারকম ফেসপ্যাক মাখি তবে ঘরোয়া ফেস প্যাক এর কোনো তুলনা হয়না। মুখের চামড়া সুস্থ রাখার জন্যে সবজি আর ফল বেশী করে খেতে হবে। আর মুখ বার বার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।আর মেক আপ তোলার পর তুলো দিয়ে মুখে গোলাপ জল লাগিয়ে থাকেন। গরমে একটা প্রধান সমস্যা হলো ত্বক ঘামানো আর এসব থেকে বাঁচতে নিজের ত্বকের যত্ন নেওয়া অবশ্যই দরকার।

সম্পর্কিত খবর

X