বাংলাহান্ট ডেস্ক : গরমে আমাদের ত্বক যতই ঢাকা থাকুক না কেন রোদের আচ লেগে ত্বক হালকা কালো হয়েছে যায়। মনে ট্যান পড়ে যায় আমরা অনেকেই এই ট্যান তোলার জন্য অনেকে কিছু ব্যবহার করি। কিন্তু ঘরে থাকা একটা জিনিসের মাধ্যমে সহজে আমরা ট্যান তুলতে পারি সেটা হলো আলু। আলুর খোঁসা ছাড়িয়ে সেটা বেটে নিয়ে রস চিপে বের করে রোজ মুখে তুলো দিয়ে নিয়ম করে মেখে আধ ঘন্টার মতন রাখলে ত্বকের কালো দাগ বা ট্যান দূর হয়েছে যায়।
ত্বকের ট্যান দূর করার পাশাপাশি নিন ত্বকের যত্ন
প্রথমেই ত্বক ভালো রাখতে রোজ পর্যাপ্ত পরিমানে জল খান, রোজ নিয়ম করে খাবার খান। সবজি আর ফল বেশী করে খেতে হবে। আর মুখ বার বার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।র মেক আপ তোলার পর তুলো দিয়ে মুখে গোলাপ জল লাগিয়ে থাকেন। আবের অনেকেই রাতে শোয়ার সময় ত্বক নরম রাখার জন্য ব্যবহার করেন।আর মেক আপ তোলার পর তুলো দিয়ে মুখে গোলাপ জল লাগিয়ে থাকেন। আবের অনেকেই রাতে শোয়ার সময় ত্বক নরম রাখার জন্য ব্যবহার করেন।সাবানের বদলে মুখ পরিস্কার করতে ব্যবহার করতে পারেন অ্যারোমেটিক ফেসওয়াশ বা আয়ুর্বেদিক ফেসওয়াশ।