আজকের রাশিফল ২৫ শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার ২০২১, এই রাশির ব্যাক্তিদের খুলবে ভাগ্য

বাংলাহান্ট ডেস্কঃ মোট ১২ টা রাশি রয়েছে। প্রতিটি রাশির নিজস্ব আলাদা আলাদা গুণাগুণও রয়েছে। তা দিনের শুরুতে আপনার রাশি মিলিয়ে দেখে নিন আজকের রাশিফল (ajker rashifal)। রাশিফল থেকে জেনে নিন আজ কোন রাশির ব্যাকিদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা।

মেষঃ দিনের শুরুটা খারাপ হলেও, বেলার দিকে সবকিছু ভালো হয়ে যাবে। সিদ্ধান্ত নেওয়ার আগে মাথা ঠাণ্ডা রাখুন। অন্যদের ঝামেলায় না জড়ানোই মঙ্গলের। দিনের শেষভাগে কাছের মানুষদের সঙ্গে দেখা করতে পারবেন। বিপরীত লিঙ্গের ব্যক্তিদের প্রতি আকৃষ্ট হবেন।

বৃষভঃ নিজের দক্ষতার প্রকাশ ঘটিয়ে ভাবমূর্তি উজ্জ্বল করুন। দীর্ঘদিন ধরে ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে, তা আজকের দিনে কার্যকর হবে। নিজের জন্য কিছুটা সময় বের করুন। ভালোবাসার মানুষদের উপহার দেওয়ার এবং তাদের থেকে উপহার নেওয়ার দিন আজকে।

মিথুনঃ কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ রয়েছে। একাধিক উৎস থেকে আয়ের পথ সুগম হবে। অবসর সময়ে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে পারেন। পিতার কাজে দুঃখিত হবেন। বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন।

rashifal

কর্কটঃ আজকের দিনে নিজের ইচ্ছামত কাজ করতে পারবেন। অলসভাবে বসে না থেকে কিছু ভালো কাজ করুন। আজকের দিনে ইন্টারভিউ দিতে যেতে পারেন। কেউ ঋণ চাইলে, তাঁকে না দেওয়াই ভালো।

সিংহঃ কর্মক্ষেত্রে সকলেই আপনার পাশে থাকবে। আজকের দিনে এই রাশির জাতক জাতিকাদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ভ্রমণ ক্লান্তিকর হলেও, লাভদায়ী হবে। অতিরিক্ত অর্থ জমি বাড়ির কাজে বিনিয়োগ করুন।

কন্যাঃ বন্ধু এবং আত্মীয়দের থেকে উপহার পেতে পারেন আজকের দিনে। দীর্ঘ সমস্যার থেকে মুক্তি পাবেন। পুরনো বন্ধুর সাহায্যে পুরনো স্মৃতি ফিরে পাবেন। অর্থ কোন খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভালো করে দেখে নেবেন।

তুলাঃ অনেক দিন ধরে পরিকল্পনা করা নতুন ধারণা আজকের দিনে কার্যকর হবে। ব্যস্ততার মধ্যেও শরীর সুস্থ থাকবে। বসর সময়ে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে পারেন। আজকের দিনে টাকা পয়সার দিকে খেয়াল রাখবেন।

বৃশ্চিকঃ কাছের বন্ধু আজকের দিনে আপনাকে নিয়ে চিন্তায় থাকবে। অলসভাবে বসে না থেকে কিছু ভালো কাজ করুন। অযথা বিতর্কে না জড়ানোই মঙ্গলের। পুরনো বিনিয়োগ থেকে ভালো লাভদায়ী ফল পাবেন।

ধনুঃ কাজের জায়গায় ভালো পরিবেশ থাকবে আজকে। শেয়ার বাজারে বিনিয়োগ করা অর্থ আজকের দিনে ক্ষতির কারণ হবে। ব্যবসায়ীদের কাছে আজকের দিন শুভ। আজ সিনেমায় গিয়ে কিছুটা আনন্দ উপভোগ করতে পারেন।

মকরঃ আজকের দিনে বন্ধুরা আপনার পাশে থাকবে। ফাঁকা সময়ে আনন্দের প্ল্যান করুন। আজকের দিনে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিলে মন ভালো থাকবে। বেশি অর্থ উপার্জন করলেও, সঞ্চয় করতে সমস্যা হবে।

কুম্ভঃ বন্ধুরা আজকের দিনে আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে, যা আপনার একেবারেই অপছন্দ। হতাশা এড়িয়ে চলুন। ব্যবসায়ীরা ব্যবসার প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। পুরনো বিনিয়োগ থেকে ভালো লাভদায়ী ফল পাবেন।

মীনঃ সময় বের করে পরিবারের সঙ্গে ঘুরতে যান। আজকের দিনে সকলের থেকে প্রশংসা পাবেন। ব্যস্ততার মধ্যে সময় বের করে শরীর চর্চা করুন। অসুস্থতার কারণে হাসপাতালে গিয়ে অনেক অর্থ খরচ হতে পারে।

Smita Hari

সম্পর্কিত খবর